সকল অন্ধকারের হোক অবসান
কে তবে অষ্টপ্রহর অমোঘ রমণে ব্যস্ত করে তোলে, নিভৃতে নিউরণ কোষে,
রঙ থেকে আরো গভীর রঙে তলিয়ে যেতে যেতে অস্থিরতার অনুপ্রবেশ,
কোনো প্রতি-অস্থিরতা ঠেকাতে পারেনা। কেবল অনিয়ন্ত্রিত গাঢ় রঙ
অলিন্দ থেকে অলিন্দ পদাতিক হয়ে ঘুরে ফেরে, যেন মিউট্যান্ট কেউ
মস্তিষ্কের প্রত্যেকটি কুঠুরিতে পাঠাচ্ছে নির্দিষ্ট তরঙ্গের অসহ্য বোধ।
সেই কবে কোথায় দুই একক শান্তি মিলেছিলো, কোন নিকেতনে
আমার প্রবৃত্তি জান বাজিতে বেড়িয়ে পড়ে তার খোঁজে, আকাশে
কে তবে দেখিয়েছে পথ, সপ্তর্ষি না লুব্ধক, অনিকেত সত্তা আমার
অধরার রমণে উন্মাদ হয়ে ওঠে, ছুটে যায় সমগ্র পৃথিবীর চৌকাঠে।
কবে বন্ধ হবে এই রসায়ন, গ্যালাক্সি জানে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।