===রসায়ন প্রেম ===
আমি ভালোবাসার জীবন বেছে নিয়েছিলাম,
তোমাকে ভালোবাসার জন্যে প্রেমের সূত্রাবলি শিখেছিলাম ,
তোমাকে ভালোবাসতে গিয়ে উচ্চতর রসায়নের
প্রতিটা প্যারায় মন দিয়েছিলাম
শীতটাকে তুচ্ছ করে রসায়নের ব্যাচে ভর্তি হয়েছিলাম ।
তোমার চোখের কোণে শিশির কণার অর্থ বুঝতে
আমি উত্তাপ ছড়িয়েছিলাম আমার বুকে,
অবোধ প্রেমের মোহে ছুটেছিলাম তোমার পিছু
হাতে গুঁজেছিলাম আমার ভালোবাসার উষ্ণওম ।
চোখের তারায় দেখেছিলাম তোমার উচ্ছল আবেগের ঢেউ
তোমার এক চিলতে হাসির জন্যে তছনছ করেছিলাম আমি সময়,
চোখের মাঝে তোমার ভালোবাসা আঁকা ছিল
তার জন্যে আমি হন্যে হয়ে থেকেছি অযুত দিনের সময় ।
শিরায় শিরায় ডাক এসেছে তোমার জন্যে হৃদয় নিংড়ে
আমি একটা যুগল আবেশের জন্যে অপেক্ষায় কাটিয়ে দিয়েছি কত,
তোমাকে পাওয়ার জন্যে হৃদয়ের মমে কষ্টটাকে উচ্ছন্নে পাঠিয়েছি
গোলাপের পাপড়ির ডানায় ভর করা ভালোবাসা খুঁজেছি ।
আমি আনন্দলোহিত জীবনের খোঁজ খুঁজেছি তোমার মাঝে
সাদা বনফুলের মাঝে জীবনের রৈখিকতা এঁকেছি ,
শুধু একখণ্ড অবসর সময়ে তোমার পাশে হাঁটতে চাই বলে
জীবনে এতটা উচ্চতর রসায়ন আমি শিখেছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।