আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদের হোগায় আগুন লাগায়া দিতে মুঞ্চায়



ওয়ারিদ টেলিকম! একটা কুম্পানি, সত্যিকারের কোন হোগা নাই, মাগার সব কুম্পানি নাকি আইনগত ভাবে আরেকটা ব্যক্তিসত্তা। সেইটা নিয়া আমার কোন কথা নাই, সত্যিকারের হোগা না থাকলে ভার্চূয়াল হোগায় আগুন দিতাম চাই হালারা ম্যাসেজ পাঠায়া আমার মিজাজ বিলা কৈরা দিতেসে। শাহরুখের হোগায়ও আগুন দিতে মুঞ্চায়। অয় হৈসেটা কি? শাহরুখ আসলে কি আমরা প্যান্ট খুইলা নাচমু? আমার এত ত্যাল নাই যে ৩০০০, ৪০০০, ১০০০০, ২৫০০০ টাকা দিয়া শাহরুখের কমলা কালারের প্যান্ট আর হলুদ কালারের ব্লেজার দেখমু। যার ত্যাল বেশী স্যয় যাক, নিজের অ্যান্ড অন্যের হোগায় আগুন দিক। একরাইতের বিদ্যুত বাচলে একটা গ্রাম একমাস চলবে। আব্জাব ম্যাসেজ পাঠানোর জন্য ওয়ারিদের গোয়ায় আবারও আগুন দিতাম চাই। পোস্ট শ্যাষ! এখন শান্তি লাগতেসে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.