আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদের কিছু ফাজলামী



গত কয়েকদিন থেকেই লক্ষ্য করছি যে ওয়ারিদ প্রি-পেইড কানেকশনের ক্ষেত্রে ব্যালেন্স ১০ টাকার কম হয়ে গেলে অন্য কোন অপারেটরের নাম্বারে কল করা যায়না, এস এম এস ত দূরের কথা!! অথচ এ সঙ্ক্রান্ত কোন ম্যাসেজ/নোটিশ কিছুই ত পাই নি!! তারপরে আবার দেখা যায় অনেকেই ওয়ারিদ নাম্বারে ফোন করে সংযোগ পান না, অথচ অপর প্রান্তে ফোন কিন্তু অন করাই থাকে! আর নেটওয়ার্কের সমস্যা তো বলাই বাহুল্য-এমনও দেখা যায় যে খোদ ঢাকা শহরে একই বাসার খাবার ঘরে নেটওয়ার্ক নেই, অথচ বারান্দায় আছে! কখনো কখনো একাধিক দিন ধরে কোন কোন এলাকায় নেটওয়ার্ক থাকে না। এদেরকে অভিযোগ করলেই বলে টেকনিক্যাল সমস্যা-কাজ চলছে, আর এর কোন সুনির্দিষ্ট সমাধানও পাওয়া যায় না! শুধুমাত্র কম কলরেটের কারণেই ত ওয়ারিদ ব্যবহার করে মানুষ, তা কম কলরেটের ঠেকা কি তারা ফালতু সার্ভিসের মাধ্যমে পুষিয়ে নিতে চায়? এডিটঃ ওয়ারিদ-কে মানুষ আসলেই পছন্দ করে, না হলে এই লেখায় মাইনাস পড়ত না, এটা দেখেও তো ওয়ারিদ কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিৎ। আমি নিজেও ওয়ারিদের সিনিয়র গ্রাহক এবং এখনো এটা ব্যবহার করছি, এই পোস্টটা দিয়েছি কেবল মানুষকে সচেতন করার জন্য, ওয়ারিদের প্রতি মমতা না থাকলে ব্যবহার করাই ছেড়ে দিতাম। যারা মাইনাস দিয়েছেন/দিচ্ছেন/দিবেন, তারা একটু ভেবে দেখবেন আশা করি, ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.