আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদের (ভারতী এয়ারটেল ) নেটওয়ার্ক উন্নয়নে দুই প্রতিষ্ঠানের সঙ্গে ভারতীর চুক্তি

তাশফী মাহমুদ

বাংলাদেশে ওয়ারিদের (ভারতী এয়ারটেল) নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নে সুইডেনের এরিকসন ও চীনের হুয়াবেই কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ভারতী প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। বৃহস্পতিবার ভারতী এয়ারটেল মোবাইল সার্ভিসেসের প্রেসিডেন্ট অতুল বিন্দাল বাংলাদেশ সফরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, "এই চুক্তির ফলে মোবাইলে ইন্টারনেট সুবিধা দেওয়ার ক্ষেত্রে আরো উন্নত ভয়েস সুবিধা দিতে পারবে ভারতী। " এ বছরের জানুয়ারিতে দুবাই ভিত্তিক ধাবি গ্র"পের ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার কিনে নেয় ভারতী এয়ারটেল। চুক্তি অনুযায়ী ওয়ারিদের অধিকাংশ নেটওয়ার্ক পরিচালনা করবে এরিকসন।

দেশের পূর্বাঞ্চলের নেটওয়ার্কের তত্ত্বাবধানে থাকবে হুয়াবেই। সংবাদ সম্মেলনে ওয়ারিদের ব্যাবস্থাপনা পরিচালক ক্রিস টোবিট বলেন, "এই অংশিদারিত্বের মাধ্যমে নিশ্চিত হবে যে আমাদের নেটওয়ার্ক থ্রিজি'র জন্য তৈরি। এর ফলে দেশে থ্রিজি প্রযুক্তি চালু হলে আমরা দ্রুত এর বিস্তার ঘটাতে পারব। " সাংবাদিকরা জানতে চাইলে এই চুক্তির অর্থের পরিমাণ জানাননি তিনি। এক প্রশ্নের জবাবে অতুল বিন্দাল জানান, তিনি বিশ্বাস করেন না যে বাংলাদেশের মোবাইল টেলিফোনের বাজার 'অতি উত্তপ্ত'।

তিনি বলেন, "বাংলাদেশে এখনো টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক কম। এছাড়া গ্রাহকরা বিশ্বমানের ভয়েস সার্ভিস ও মূল্য সংযোজিত সেবাগুলো এখনো পায়নি। " 'এয়ারটেল' ব্রান্ড কবে থেকে চালু হবে জানতে চাইলে তিনি কোনো সময়সীমা জানাতে অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পার-হেনরিক নিয়েলসন ও হুয়াবেই'র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যাক্স ইয়াং। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.