মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
ওয়ারিদ ইন্টারনেট P10 এর খবর জানিতে পারিয়া সত্যতা যাচাই করিতে উকি দেই ওয়ারিদের হোমপেইজে। মোটামুটি খুশি হইয়া গিয়াছিলাম। গ্রামিণের ১ গিগা ১ মাস। ব্রাউজ করিতে গেলে কত ত্যাগ স্বীকার করিয়া ব্রাউজ করা লাগে, তা বুঝাইয়া বলিতে পারিব না। ২ দিন অপেক্ষা করিবার পর বৃহস্পতিবার রাত্র প্রায় ১০:৩০ঘটিকার ওয়ারিদ মোবাইলে ৫০টাকা রিচার্জ করিয়া ১ গিগা (P10) একটিভ করি।
চিন্তা করিলাম কম্পিউটারখানা অনেক সময় যাবত চলিতেছি, তাই ভাবিলাম শুক্রবার রাত ১২টার বাজিলেই তো আবার বসিবই। সেই পযন্ত কম্পিউটারখানা বন্ধ করিয়া রাখি। ১২টা বাজিয়া গেল, তাড়াহুড়া করিয়া ডায়াল দেই ..... connecting device.... সময় আসিয়া সময় যায়, তুমি নাই। ওয়ারিদ তো আর কাজ করিতেছে না। মনের দু:খ মনে রাখিয়া, রাত্রিখানাকে কোলে লইয়া নিহারিকাগণের দিকে তাকাইয়া তাকাইয়া ঘুমাইয়া পরিলাম।
প্রত্যহে উঠিয়া উহাদের (কাস্টমার সার্ভিস) সাহায্য চাহিয়া কল দিলে কাস্টমার আপা কল ধরে। আপা বলিল একাউন্টে নাকি ১৫টাকা না থাকিলে ইন্টারনেট কাজ করে না। বলা বাহুল্য আপা আমার একাউন্টইখানা চেকই করে নাই। যাই হোক রিচার্জ করিলাম ২০টা টাকা। সময় আসিয়া সময় যায়, তবু তুমি নাই।
আবারো সাহায্য চাহিয়া কল দিলে এবার ধরে ভাইজান। ভাইজান তড়িগড়ি করিয়া আমার জেলার নাম লিখিল। কোন কিছু বলিবার পূবেই “ধন্যবাদ স্যার, আর কোন সাহায্য করতে পারি”, জ্বি না জনাব, আমার আর কোন সাহায্য লাগিবে না। সময় আসিয়া সময় যাই, তবু তুমি নাই! যাউগ্গা! ভুলে ঘুমাইয়া পড়ছি। উঠিয়া দেখি প্রায় সাড়ে ৪টা বাজিয়া গেল।
তবুও আমার ইন্টারনেট কাজ করিল না। ডান হস্তে তলোয়ার আর বাম হস্তে মোবাইলটারে লইয়া সাহায্য চাহিয়া কল দিলে এক ভাই ধরিয়া কহে “ওনাদের নাকি সার্ভারে সমস্যা হয়েছে, তাই সব মোবাইলে দেখায় Pocket Data not available. Check network service”. বলিলাম ভাইজান আমাগো যে ৩৪টাকা কর্তন করিলেন। সেই টাকা কিভাবে ফেরত আসিবে? ভাইজান বলিল- কোম্পানী এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। ভাইজানরে কি আর বলিল, ভাইজান এর কর্ম শুধু কল গ্রহণ করা। কোন কিছু না বলিয়া সালাম দিয়া বাহির হইয়া গেলাম।
প্রায় ৬ ঘটিকার সময়ে ইন্টারনেট সংযোগ পাইয়া দিলাম এন্টার http://www.facebook.com. জানা মতে ফেইসবুকের এ পেইজখানা অতি দ্রুত অপেন হয়। ওরে আল্লা... পাক্কা ৭ মিনিট বসিয়া রইলাম। সময় আসিয়া সময় যায়, তবু তুমি নাই ।
অদ্যবদি একই অবস্থা। মোর আল্লাই জানে, ভবিষ্যতে যদি উনাদের কোন উন্নতি হয়।
কইতে ভুইলা গেছি, আমারে ম্যাচেজ পাঠাইছে। আমাদের কল সার্ভিসের সেবা ভালো লাগছে “Y” এবং ভালো না লাগলে “N” লিখে ১২০১ এ পাঠাইয়া দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।