আমাদের কথা খুঁজে নিন

   

সমাজতন্ত্রের নিজস্ব কোন আবেদন নাই

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

তবে প্রয়োজন আছে । প্রয়োজনটা হইলো ক্যাপিটালিজমকে সংশোধন কইরা আরেকটু মানবিক আরেকটু কল্যাণমুখী করার ক্ষেত্রে । ক্যাপিটালিস্ট সমাজগুলা শোষক । সমাজতান্ত্রীকগুলা বর্বর । ক্যাপিটালিজম শ্রমিকরে শোষণ কৈরা তারে শুধু খাইয়া পইরা বাঁইচা থাকার মত উচ্ছিষ্টটুক দেয় ।

সমাজতন্ত্র শ্রমিকরে মাইরাই ফালায় । সমাজতন্ত্রের স্বপ্নদোষাক্রান্তদের সময় হইছে বোধহয় সমাজতন্ত্রের নিজস্ব অবস্থান বুইঝা নেয়ার । সব থিওরি প্রয়োগ করার মাধ্যমেই যে কেবল সফলতার মুখ দেখে এইটা ভাবা ভুল । অনেক থিওরীই অন্য থিওরির ভুল সংশোধনের জন্য আসে । ঐটাই তার একমাত্র পার্পাজ ।

*একটি দার্শনিক-ভাবনা প্রযোজনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.