আমাদের কথা খুঁজে নিন

   

সমাজতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে

এ রকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই/উত্তরপুরুষে ভীরু কাপুরুষের উপমা হব

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধারের জন্য 'প্রত্যাখাত' সমাজতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আর এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলন আবার নতুন করে গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্র মিলনায়তনে গবেষণামূলক সংগঠন সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত অক্টোবর বিপ্লব বার্ষিকীর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচকরা বলেন, বৈশ্বিক মন্দায় সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার অযৌক্তিকতাই কেবল ফুটে ওঠেনি, পুঁজিবাদের কেন্দ্রস্থলেও হাহাকার পড়ে গেছে। একটি ন্যায়ভিত্তিক সাম্যের সমাজ গড়ে তুলতে মহান অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতাই এখন ব্যাপকভাবে অনুভূত হচ্ছে।

অনুষ্ঠানে 'বিশ্ব পুঁজিবাদের সঙ্কট ও অক্টোবর বিপ্লবের প্রতি পুণঃদৃষ্টিপাত' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ। তিনি বলেন, "মুক্ত মানুষের মুক্ত সমাজ গঠনের জন্য অক্টোবর বিপ্লব আমাদের কাছে এখনো প্রেরণা হয়ে আছে। " সংগঠনের পরিচালক শিহাব চৌধুরী বিপ্লবের সভাপতিত্বে অন্যদের মধ্যে পুর্নগঠিত ওর্য়াকার্স পার্টির আহবায়ক হায়দার আকবর খান রনো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রতন খাসনবিশ, জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী ও বাসদের কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য বজলুর রশিদ ফিরোজ আলোচনায় অংশ নেন। অধ্যাপক রতন খাসনবিশ বলেন, "সোভিয়েত ব্যবস্থা ভেঙ্গে যাওয়ায় অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে, এটা ঠিক নয়। যতদিন সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান থাকবে ততদিন সমাজ বিপ্লবের তাগিদ থেকে যাবে এবং সে কারণেই থেকে যাবে অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতা।

" তথ্যসূত্র : বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.