সাধারন মানুষ
এশিয়ান গেমসে গত ২৫ নভেম্বর দিনটি ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে গৌরবের। নিজেদের ইতিহাসে প্রথম এশিয়াড সোনা জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এমন দিনটি কলঙ্কিত করে ফেললেন বাংলাদেশের এক সংবাদ কর্মী। চীনে এশিয়ান গেমসের খবর সংগ্রহ করতে এসে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিনিয়র সহ-সম্পাদক (সাব এডিটর) স্বপন বসু স্থানীয় এক সাংবাদিকের ল্যাপটপ লাপাত্তা করতে গিয়ে ধরা পড়েন। এজন্য দেড় হাজার ডলার জরিমানাও গুনতে হয় তাকে।
সূত্র: বাংলানিউজ
বৃহস্পতিবার খালি হাতে মিডিয়া সেন্টারে এসেছিলেন স্বপন বসু। হোটেলে ফেরার সময় ল্যাপটপসহ একটি ব্যাগ সঙ্গে নিয়ে যান তিনি। ল্যাপটপ খোয়া যাওয়ার পরই নিরাপত্তা কর্মীদের অবহিত করেন চীনের ওই সাংবাদিক। সিসিটিভির ভিডিও চিত্র দেখে পরদিন সকালে শনাক্ত করা হয় তাকে। শুক্রবার সকালে তাকে না পাওয়ায় নিরাপত্তাকর্মীদের হয়রানিতে পড়তে হয় বাংলাদেশের অন্য সাংবাদিকদের।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা এবং সাংবাদিকদের অনুরোধে শেষে গেমসের নিরাপত্তাকর্মীদের মুখোমুখি হন স্বপন বসু। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ল্যাপটপটি রাস্তায় ফেলে দেন। এতেও মুক্তি মেলেনি। আইনি ব্যবস্থার হুমকি দেয়ার সঙ্গে সঙ্গেই ল্যাপটপ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেন স্বপন বসু। কিন্তু গুয়াংজুর ব্যস্ত রাস্তায় ফেলে আসা ল্যাপটপটি খুঁজে পায়নি পুলিশ।
পুলিশের হাতে সোপর্দ করার আগে টাকা দিয়ে বিষয়টি ফয়সালা করা হয়। দেড় হাজার মার্কিন ডলার দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়।
সূত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।