আমাদের কথা খুঁজে নিন

   

ভারত এশিয়ান গেমসকে অবজ্ঞা করেছে



এশিয়ার অলিম্পিকখ্যাত এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টটা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জোরালো দাবি তুলেছিল ভারত। কিন্তু এবারই এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হলেও শেষ পর্যন্ত ভারত ছেলেদের বা মেয়েদের ক্রিকেট ইভেন্টে কোনো দল পাঠায়নি। আর ব্যাপারটা খুবই অবাক করেছে পাকিস্তানকে। এশিয়ার ক্রিকেট অঙ্গনে ভারত অন্যতম প্রধান শক্তি হওয়া সত্ত্বেও এই ইভেন্টে অংশ না নেওয়াটা এশিয়ান গেমসকেই অবজ্ঞা করার শামিল বলে মনে করছেন পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। এশিয়ান গেমসে অংশ নেওয়া পাকিস্তান ক্রিকেট দলের কোচ সাদিক মোহাম্মদ বলেছেন, ‘এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ভারত একটা বড় ভূমিকা পালন করেছিল এবং বলেছিল যে তারা অংশ নেবে।

কিন্তু তারা সেটা করল না কেন এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। ’ এশিয়ান গেমসে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার সময় ভারত যুক্তি দেখিয়েছিল, সে সময় নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের টেস্ট ও ওয়ানডে সিরিজ চলবে। এর পরই আছে তাদের দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু এ যুক্তি একেবারেই সন্তুষ্ট করতে পারছে না পাকিস্তানের কোচকে। কারণ, একই সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশেরও অনেক আন্তর্জাতিক ম্যাচ ছিল।

এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টের অন্তর্ভুক্তিকে সম্মান জানাতে দ্বিতীয় বা তৃতীয় সারির দল নিয়ে হলেও ভারতের অংশ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সাদিক মোহাম্মদ। শুধু তা-ই না। এশিয়ান গেমসে অংশ না নিয়ে ভারত তাদের তরুণ ক্রিকেটারদেরও বঞ্চিত করেছে বলে মনে করেন পাকিস্তানের কোচ। তিনি বলেছেন, ‘ভারতের এশিয়ান গেমসে অংশ নেওয়া উচিত ছিল। কারণ, এখান থেকে তাদের তরুণ ক্রিকেটাররা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারত।

’ এশিয়ান গেমস ক্রিকেটে ফেভারিটের দৌড়ে পাকিস্তানকেই এগিয়ে রেখেছিল অনেকে। কিন্তু সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। link: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.