আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ রানীর কাহিনী

তাহমিদুর রহমান

এক দেশে ছিল এক রাজা। তার ছিল তিনটা রানী। লাল, নীল আর সবুজ রানী। সবুজ রানীর বাচ্চা হবে, বাকি দুই রানীর বাচ্চা হয় না; সবুজ রানীর বাচ্চা হলে রাজা নিশ্চিত বাকি দুই রানীকে বের করে দিবে। দুই রানী খুব চিন্তায় পড়ল।

এই আরাম আয়েশ ছেড়ে চলে যেতে হবে তা কি করে হয়। তাই দুই রানী ঠিক করল সবুজ রানীকে মেরে ফেলবে, রাজ মহলের ভিতরে সে কূয়ো আছে সেটাতে সবুজ রানীকে ফেলে দেওয়া হবে, তারপর প্রচার করা হবে সবুজ রানী কূয়ো পাড়ে গিয়ে বসেছিল, হঠাৎ পড়ে গিয়েছে। দুই রানীর ইচ্ছা সবুজ রানীর সখী জেনে ফেলল এবং সবুজ রানীকে জানিয়ে দিল। সবুজ রানী তার সখীকে বুদ্ধি দিল, কূয়ো পাড়ে গোপন ক্যামেরা লাগাতে। নির্দিষ্ট দিনে দুই রানী কূয়ো পাড়ে গিয়ে সব প্ল্যান আলোচনা করল, সবুজ রানী তার ভিডিও করল; আদালতে গিয়ে দুই রানীর বিরুদ্ধে মামলা করে দিল।

মামলার শুনানীতে দুই রানী দোষী স্যবস্ত হল। কিন্তু রাজা তাদের মৃত্যুদন্ড দিলেন না। কূয়োর মধ্যে ছোট্ট বাসা করে দিলেন। লাল আর নীল রানী সেই কূয়োর বাসায় রাত্রি যাপন করতে লাগল। আর উপরে সবুজ রানী নয়া রাজপুত্তুর জন্ম দিয়ে সুখে শান্তিতে রাজার সাথে বাস করতে লাগল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।