যাহা ৫২... তাহাই ৫৩.
মস্ত বড় টাক
মুন্নু মিয়ার মাথায় ছিল মস্ত বড় টাক
ভুরি ছিল ইয়া মোটা, তাতে বসতো কাক।
মুন্নু মিয়ার ব্যবহারটা ছিল বড় মন্দ
পাড়ার সকল লোকের সাথে বাধঁতো তার দন্দ।
পরের টাকার প্রতি মুন্নুর ছিল বড় লোভ
তার উপরে ছিল যে তাই গাঁয়ের লোকের ক্ষোভ।
বাঁশ বাড়িয়ার ঝিলের পাড়ে ঘর তুলে সে থাকতো
গাঁয়ের সকল লোকে তাকে ডেঙ্গু বলে ডাকতো।
লিখেছেন- সৈয়দা জাকিয়া ফেরদেৌস জেসমিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।