আমাদের কথা খুঁজে নিন

   

দিদি মণি

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

ভাবছি যদি এমন হতো জেগেই দেখি তুই সেলাই করিস দিদি মণি সোনা মুখী সুই আবার রাতে পিদিম জ্বেলে পড়লি পুঁথির বই মুখে তুলে খাইয়ে দিলি আম-দুধে খই আমায় ছেড়ে সেই যে কবে অচিন গাঁয়ে গেলি কুয়োর পাড়ে বল গড়াচ্ছে কার সঙ্গে খেলি? তোর পোষা পায়রা জোড়া বাকুম বাকুম ডাকে ধান ছড়িয়ে আঙিনাতে পায়ের ছবি আঁকে আষাঢ় গেল শাওন এল ভিজছি বৃষ্টি ঝড়ে আমায় এখন কেউ বকেনা তোর মতো করে পূজোর ঢাক মণ্ডা মিঠাই সাজলো বিদায় রথ আসবি বলে এলিনা কেন, হারিয়ে গেছে পথ? আকাশ ঘোলা মেঘের ছায়ায় ভাসছিল তোর চোখ বলতো আমায় লক্ষী দিদি ওরা কেমন লোক? এখন কি তোর ছুটতে মানা হাসতে মানা খুব ঘরের বাইরে যেতে মানা? থাকতে হবে চুপ? এমন যদি হতো আবার আর গেলিনা ফিরে তোর পিছনে ছুটছি আমি গ্রামের আলটি চিরে ---- ড্রাফট ১.০/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।