কিছু স্বপ্ন দেখি। স্বপ্নগুলো অনেক সুন্দর।
১ম পর্ব
হোস্টেলে মাঝে মাঝে আমাদের আরেক বন্ধুবর জাহিদ ঘুরতে আসত। ওর জন্য ফ্রি ফ্রি খাবারের ব্যবস্থা করতে চমৎকার একটা ফন্দি বের করেছিলাম। যেহেতু ভাত আর ডাল আনলিমিটেড সুতরাং…… জাহিদকে রুমে রেখে আমরা তিনজন যেতাম ভাত আর ডাল আনতে।
ভাত প্লেটে যত বেশি নেয়া যায়। প্লেটের উপর এক্কেবারে ভাতের পিড়ামিড বানিয়ে নিয়ে চলে আসতাম। তারপর যতটা পারি ডাল আর তরকারি। অতপরঃ আরাম মত চারজন ভাগযোগ করে খাওয়া শুরু করে দিতাম। সে এক জটিল খাই দাই।
কোনটা যে কার প্লেট আর কার তরকারি কেডা খাইতেছে তার কোন ঠিক নাই। সেই খাবার কথা আজ মনে পড়লে অদ্ভুত লাগে। এমন মজা করে চারজন আবার কবে খেতে পারব?
বেচে থাকলে হয়ত আবার চারজনের দেখা হবে। হয়ত সেদিন আমাদের পকেটে অনেক টাকাও থাকবে। হয়ত সেদিন জমকালো কোন রেস্টুরেন্টে বসে আধুনিক কোন খাবার খাব।
কিন্তু সেদিন কি এমন ভাবনাহীন মন নিয়ে নির্লজ্জ ভাবে খেতে পারব?
একবার মনে হল, রাত ১২টার পরে ফার্মগেট ঘুরে দেখা উচিত। বের হলাম আমরা তিনজন। ব্যস্ত এ শহরের ব্যস্ততম রাস্তার একদম মাঝখানে দাঁড়িয়ে নিজের মধ্যে একধরনের ভাললাগা কাজ করতে লাগল। রাতের শুনসান নিরাবতার এই ফার্মগেট, সোডিয়াম বাতির মায়াবী আলো, পথের ধারে পরম আনন্দে ঘুমিয়ে থাকা ভাসমান মানুষ, ছন্দ-আনন্দের সামনে রাতপরীদের উৎকট চাহনী, দৃশ্যগুলোর মাঝে সভ্য সমাজের অসভ্য এক বেদনা লুকিয়ে আছে। এ বেদনা দিনের আলোয় দেখা যায় না।
দিনের আলোয় নাগরিকতার মোড়কে সবকিছু ঢেকে থাকে।
শোভনের একটা মোটাসোটা কোলবালিশ ছিল। কোলবালিশটার নাম দিয়েছিলাম ময়ুরী। কোলবালিশটা নিয়ে এই শালা আরামে ঘুমাইত। আমার আর জুবায়েরের সহ্য হল না।
আমরাও কোলবালিশের উপর আমাদের সমান দাবি পেশ করলাম। সমঝোতা হল পর্যায়ক্রমে আমরা ময়ূরীর সান্নিধ্য পাব। তবে যেদিন জাহিদ আসত সেদিন ময়ূরীকে কেউ পেত না। জাহিদের মাথার বালিশ হিসেবে নিত বলে।
একদিন কোলবালিশটা চুরি হয়ে গেল।
এত জিনিশপত্র থাকতে ওইটার উপরেই চোরের চোখ পরল! অনেক খুজেও আমরা পেলাম না। সন্দেহের তালিকায় হরমুজ সবার উপরে ছিল। কিন্তু কোন প্রমানাদি না থাকায় কিচ্ছু করতে পারলাম না। অতপরঃ আমরা তিনজন একই সাথে বিপত্নিক হবার শোকে কাতর হয়ে পরলাম।
ঢাকায় এসে হাতে প্রথম মোবাইল ফোন হাতে পেয়েছি।
“দুরত্ব যতই হোক কাছে থাকুন”--- এই নীতির মানেটা যে কি বোঝা দরকার। আমি আর জুবায়ের বেশ ডেস্পারেট হয়ে গেলাম। শোভনের মোবাইলে তাও কিছু মেয়ের নাম্বার ছিল। কিন্তু আমি আর জুবায়ের পুরাই ফাকা সেট। ভাবতেই খারাপ লাগে তখন কি আবালডাই না আছিলাম।
খবরের কাগজের পাত্র-চাই বিজ্ঞাপন গুলাতে ট্রাই মারতাম। বলতাম পাত্রীর সাথে সরাসরি কথা বলতে চাই। মাঝে মাঝে খেলা যা জমত। এর কোন তুলনা হয় না। একবার তো এক পাত্রীর সাথে ডেটিংই ঠিক করে ফেললাম।
কিন্তু ভয়ে আর শেষ পর্যন্ত যাই নাই। কি হয় বলাতো যায় না। তবে পাঠক ভাই ও বোনেরা এই কাজটি কখনও করবেন না। এটা খুবই আবালিও এবং গর্হিত কাজ। Don’t try this at home
একটি ভয়ানক অভিজ্ঞতাঃ
হোস্টেলে পানির ভিষন সমস্যা।
সময়মত পানি ধরে রাখতে হয়। গোসল করার জন্য দীর্ঘসময় লাইনে দাড়াতে হত। যাহক একদিন গোসলখানায় ঢুকে মাথায় পানি ঢেলে কেমন জানি মনে হল। পানি এইরকম কেন? আমার মনে হল পানির মধ্যে হাগু ভাসছে। ওয়াক থু!!!!! সেদিন মনে হয় সুয়ারেজের লাইন আর ওয়াসার লাইন ক্রস-কানেকশন হয়েছিল।
ইয়া মাবুদ!
এরপর সপ্তাহখানেক আমি ভাল করে ভাত খাইতে পারি নাই। সে এক দুঃস্বপ্ন হয়ে থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।