আমাদের কথা খুঁজে নিন

   

প্রচুর অক্সিজেন মাস্ক লাগবে সাভারে

অদ্ভুত আঁধার আজ পৃথিবীতে সারাদিন টিভি দেখে মনটা খুব খারাপ ছিল। বারবার মনে হচ্ছিল যদি এই মানুষগুলোর জন্য কিছু করতে পারতাম। একবার ভাবলাম সাভারে যাবো যদি এই মানুষগুলোর কোনও উপকারে আসতে পারি। পরে ভাবলাম ওখানে ভিড় বাড়িয়ে উদ্ধার কাজ ব্যাহত করা ছাড়া আর কিছুই হবে না। এরপর ভাবলাম এক ব্যাগ রক্ত দিয়েও যদি কোনোভাবে সাহায্য করা যায়, কিন্তু সেটাও করতে পারলাম না অনেকে রক্ত জমা হয়েছে শুদু নেগেটিভ রক্ত দরকার এই মুহূর্তে।

কোনও কিছুই যখন করতে পারলাম না রাতে ফেসবুক এ একটা স্ট্যাটাস চোখে পড়ল, কিছু মানুষ একত্র হয়ে সাভার যাচ্ছে উদ্ধার কাজে সহায়তা করার জন্য। আমিও যোগ দিলাম তাদের সাথে। কেউ কাউকে আগে কখনও দেখিনি, আগে কখনও পরিচয় ছিল না, শুদুমাত্র এতগুলো মানুষের দুর্দশা দেখে আমরা একসাথে হলাম, তারপর রওয়ানা হলাম রাত দশটার দিকে সাভারের পথে। সাথে নিলাম অক্সিজেন মাস্ক, ফেসমাস্ক, হেলমেট, গ্লাভস, ড্রিল মেশিন, হাতুড়ি আর দুর্গত মানুষগুলোকে উদ্ধার করার অসীম ইচ্ছা। সবকিছু দিয়ে দিলাম একটা ত্রান তহবিলে আর চেষ্টা করলাম কোনোভাবে উদ্ধার কাজে সাহায্য করতে পারি কিনা।

সেটা হয়ত পারিনি কিন্তু সাধারণ মানুষের চোখে যে ভালবাসা দেখেছি সেটা ভাষা দিয়ে প্রকাশ করতে পারব না। বাসা ফিরে নিজেকে একটু হাল্কা অনুভব করলাম। অনেক অক্সিজেন মাস্ক প্রয়োজন। দয়া করে যে যাই পারুন সাহায্য করুন। আরেকটা ব্যাপার কেউ শুদু দর্শন করার জন্য অথবা ছবি তলার জন্য যাবেন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.