আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর সা ইন-এ আজ প্রচুর হিট বাড়িলো !!!

বন্ধ জানালা, খোলা কপাট !

বলা হয়ে থাকে,সা ইন যে কোন ভাবে হিট বাড়াতে চায় । হিট বাড়ানোর জন্যই রাজাকার তোষামদকারীদের এবং প্রকাশ্যে রাজাকারদের সপক্ষের শক্তি হিসেবে নিজেদের ঘোষণা দেয়া নিকগুলোকেও ব্যান করা হয়না । সেটার প্রমাণ পাওয়া গেল এই রাতে । রাজাকারগুলো একের পর এক প্লাডিং করে গেল । তাদের প্রতিবাদে প্লাডিং করলো অন্যরাও । কাজের কাজ এটাই হলো যে, এক রাতেই সা ইনের অনেক হিট বাড়লো । তাই না ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।