ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই
এবার ঈদ করে যখন গ্রাম থেকে ফিরছিলাম, সকাল আনুমানিক ৬ টা। হালকা হিম হিম ঠান্ডা বাতাস, গ্রামের কাচা মাটির রাস্তা, রাস্তার দুই ধার দিয়ে ঝোপ ঝাড় আর নানা প্রকার ছোট বড় গাছ পালার সবুজ বেষ্টনি মনটাকে আঁকড়ে ধরছিল বার বার। ভ্যানে করে এগিয়ে চলছি বাস ষ্ট্যান্ডের দিকে। এমন শান্ত সুন্দর নিরিবিলি শ্যামল পরিবেশ ছেড়ে পেটের টানে ফিরে আসতে হচ্ছে এই ইট কাঠ পাথরের নিরেট যান্ত্রিক জীবনে। মনটা কেমন উদাস উদাস হয়ে গেল।
ভাবছিলাম ইস! গ্রামেই যদি কাটাতে পারতাম! কিন্তু সেটা কি আর সম্ভব? এই চাকরি, এই বেতন, এসব কিছুর উপরেই তো নির্ভর করছে অনেকের জীবন-জীবিকা। আমার কাধে কত মানুষের দায়িত্ব। ইচ্ছা করলেই কি আমি এগুলো এড়াতে পারব? এমন একটা বসতি যদি আমরা গড়তে পারতাম যেখানে গ্রামের মত পরিবেশ আর শহুরে সব সুবিধা.... তাহলে বোধ হয় আমার মত অনেকেই সেই আধুনিক গ্রামের বাসিন্দা হতে পিছু পা হতেন না। কিন্তু কবে আর এমনটি হবে? এরকম করতে করতে একদিন হয়তো কয়েকজনে কাঁধে চড়ে গ্রামের মাটিতে এসে চীর নিদ্রায় শায়ীত হব। তার পরেও শান্তি যে শেষ পর্যন্ত আমার গ্রামের শান্ত নিরিবিলি মাটিতে শুয়ে থাকতে পারব! এটাই বা কম কিসের।
আল্লাহ রাব্বুল ইজ্জত যেন অন্তত সেই সৌভাগ্য নসীব করেন। আমি আমার গ্রামকে খুউব ভালো বাসি। আপনি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।