আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্য ও বিশুদ্ধ বাতাস

ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে

অরণ্য কে সেদিন বলেছিলাম বিশুদ্ধ বাতাস দিতে পারবে। হেসে বলেছিলে, দক্ষিনের জানালা খুলে দিতে। বিশুদ্ধ বাতাস,বিশুদ্ধ বাতাস খুলেছিলাম দক্ষিন জানালা হটাৎ বিষাক্ত কার্বনের ঝাপটা, সিলিকনে ভরা বায়ু, দুর্গন্ধময় প্রুতিটি স্পর্শ। কার্বন ডাই অক্সাইডের বদ্ধ অনুভুতি। চিৎকার করে করেছিলাম মিনতি, বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ বাতাস চাই। অরণ্য তুমি কানের কাছে বলেছিলে, এটাই তোমার মুক্ত বাতাস, আমাকে ধ্বংস করার সুবাতাস, আমাকে নিঃশেষ করার বাতাস, তোমার মৃত্যুর পূর্বাভাস। তোমার ফিসফিসানি চিৎকার করে শুনতে পেয়েছিলাম এ যেন নিজেকে বাঁচানোর হাহাকার, মানব জাতির আর্তনাদ, নিজের হাতে নিজেকে ধ্বংস করার আর্তনাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।