জীবন পথে একলা চলি।
মানুষের সাথে সম্পর্কগুলো কেন যেন
দিন দিন রুক্ষ আর তিক্ত হয়ে যায়,
হয়ে যায় মরুভূমির বালুর মতো তপ্ত,
সেখানে যদি ফেলো এক মুঠো চাল
হয়ে যায় সেটা এক আজলা খই!
যদি তুমি দাও ভালবাসার আর্দ্র বাতাস
মরূভূমির কান্না হয়ে;
তা কেবল হা হুতাশই ছড়ায়!!
কিন্তু
তোমার দেয়া এক ফোটা অশ্রু,
জন্মাতে পারে একটি গাছ;
মরুভূমির বুকে ভালবাসার দেব মন্দির!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।