আমাদের কথা খুঁজে নিন

   

নোনা পানি আর মরুভূমির সংগ্রামে স্বাগতম।

শীতঘুম, কেরোসিন আর অপ্রাকৃতিক গন্ধে আপাতত নিশ্চুপ...

টিপাইমুখ প্রকল্পের মাধ্যমে ভারত পানি প্রত্যাহার করবে না: পানিমন্ত্রী!!!!! আমাদের পানিমন্ত্রী যে আশ্বাস দিলেন...তাতে ভয় হয়। ১৯৭৮ সালের চুক্তির যুক্তিতে কতটুকু কি হয় কে জানে। পানিবিদ্যুত কেন্দ্র হবে....পানি আটকাবে না!!! বিস্তারিত: Click This Link "রমেশ চন্দ্র রায় বলেন, "ভারত বলেছে- এটি একটি জলবিদ্যুৎ প্রকল্প। এ প্রকল্প থেকে পানি অন্যত্র প্রত্যাহার করা হবে না। সে ব্যাপারে তারা বাংলাদেশকে নিশ্চয়তাও দিয়েছে।

""......ভারতের আশ্বাস আমরা মানি। আমরা বিশ্বাস করি। যেমন করেছিলাম ফারাক্কার সময়... বাংলাদেশে জলবিদ্যুত প্রকল্প রাঙামাটির কাপ্তাই'য়ে আমরা দেখেছি কতগুলো জাতিগোষ্ঠী স্থানচ্যুত হয়েছে...কতগুলো জাতিগোষ্ঠী বিলীন হয়ে গিয়েছে...পাহাড়ের গায়ের কান্না এবার সারা দেশেই ছড়াবে। ছড়াক। আমাদের নেতাদের তো বিদেশ ভ্রমণ আছে...আমরা পড়ে পড়ে নোনা পানিতেই বেঁচে থাকার চেষ্টায় থাকবো...অথবা মরুভূমির সংগ্রামে।

নোনা পানি আর মরুভূমির সংগ্রামে স্বাগতম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।