আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ" আমি এক মরুভূমির মালি"

I am not the best one....but can be a better one.. মরুর বুকে ফুল ফুটিয়েছো কখনো? আমি ফুটিয়েছি, ওই তপ্ত শিখার ক্ষুধাতুর আক্রোশের মাঝে। বীজটা হয়তোবা ভুলে কেউ ফেলে রেখেছিলো বড় অযতনে পড়ে থাকা শুষ্ক এক কণা। তবুও কেমন যেন একটা মৃদু স্নিগ্ধতা ছিল তার মাঝে তার সেই বোবা আকুতি আমার জগত ঘিরে ফেললো। তাকে তার আপন জীবনে ফিরিয়ে দেয়ার আহবানে, আমি ভরে দিতে লাগলাম তার এগিয়ে যাবার পথ গুলো সজীবময় বড় সজতনে। বেড়ে উঠল ধীরে ধীরে সেই বীজ নতুন ভুবনে ফিরে এলো হয়ে চারা গাছ, নিজের হাতে দেয়া সার পানি সেঁচে ফুটল কলি,ফুটল ফুল পুরনো জীবন ফেলে নতুন যৌবনায় সাজালাম বহু সাজে।

সেই ফুল আজ হাসে সূর্যের আলোক বিকিরনে খেলে চলে বাতাসের শিহরণে, সুবাস ছড়ায় চারিপাশে। কিন্তু মন কাঁদে এই রোঁদে পোড়া ধূলি ঝড়ের মাঝে লড়াই করা এই মালির। এই চারা গাছ, এই সুবাসিত ফুল বিকশিত প্রতিটা পাতা, তারই প্রতিটা স্পর্শে তিলে তিলে গড়া। বীজটা হয়ত অন্য কেউ বুনেছিল আমি ছিলাম শুধুই মালি, নিজের ঘামে ভেজা শরীর থেকে বিন্দু বিন্দু জল দিয়েছি তাকে। কিন্তু ফুলটা হয়ত শোভা পাবে কোন দিন কোন এক অন্য সুসজ্জিত টবে।

খুঁজে পাবে তার আপন ভুবন, চাইলেও পারবোনা পাল্টাতে এই দগ্ধ ললাটের লিখন, এই ভাবেই হয়ত জীবন দিতে হবে পাড়ি, আমি সেই মরুর বুকে বিদগ্ধ তাকদিরের অন্ধ মনের পড়ে থাকা একা এক মালি...। ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।