আমাদের কথা খুঁজে নিন

   

কী শুরু হয়েছে দেশে???এক টাকার পয়সা নাকি ৫০/১০০/৫০০ টাকা!!!!



পাচার হচ্ছে এক টাকা মূল্যমানের সোনালি রঙের কয়েন। ফলে এক টাকা মূল্যমানের সোনালি রঙের কয়েন ৫শ' টাকা করে বিক্রি হচ্ছে। সোমবার সিলেটের বিভিন্ন স্থানে কয়েন বিক্রির ঘটনা ঘটে। গত দু'দিন ধরে দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জে ও শহরে এক টাকা মূল্যমানের কয়েন বিক্রির ঘটনা ঘটেছে। কয়েন বিক্রির সঙ্গে যুবক, বৃদ্ধ থেকে শুরু করে সব ধরনের মানুষ কয়েন বিক্রি করতে ব্যস্ত রয়েছে।

৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫শ' টাকা পর্যন্ত একটি কয়েন বিক্রি হয়েছে সোমবার। অটোরিঙ্াযোগে কয়েন ব্যবসায়ীরা গ্রামে-গঞ্জে গিয়ে ৫০ থেকে শুরু করে ১৫০ টাকা ধরে সোনালি রঙের কয়েন সংগ্রহ করে তা বেশি দামে পাচারকারীদের কাছে বিক্রি করছে। এ বিষয়ে সিলেট শহরে তোলপাড় শুরু হয়েছে। কয়েন বিক্রির খবর পেয়ে স্থানীয় পুলিশ পাচারকারীদের খুঁজে বেড়াচ্ছে বলেও জানা গেছে। আরও জানা গেছে, বাংলাদেশ থেকে সোনালি রঙের কয়েন ভারতে পাচার করা হচ্ছে।

কারণ এ কয়েন সোনার খাদ হিসেবে ব্যবহার করা হবে। উলেস্নখ্য, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে সিলেট থেকে এভাবেই ভারতে কয়েন পাচার করা হয়েছিল। কয়েন পাচার করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার জনকণ্ঠকে বলেন, সোনালি রঙের কয়েন বিক্রি বা পাচার হওয়ার বিষয় আমি বলতে পারব না। তবে ১ টাকা মূল্যমানের সোনালি কয়েন ব্রোঞ্জ দিয়ে তৈরি। তবে এটি সোনার সঙ্গে কোন মিল নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.