আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার অপরাধে বিদীর্ণ আমি

আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।

আমি নীল মেঘ আঁকি হয়ে যাই নীল বেদনা। আমি নীলাভ জোছনায় নিজেকে হারাই হয়ে যাই কষ্টের অমানিশা। আমি সূদুর দিগন্তে হারায়ে খুঁজি অস্তিত্বহীন আমাকে একাকীত্বের নির্জনতায় ধূসর মেরুর বেদুইন প্রান্তে অবারিত কষ্ট স্রোতে। আমি এক স্রোতস্বিনী নদীতট প্লাবণ বেলায়। আমি স্বপ্নপ্রাচীরের এক খসে পড়া আস্তরণ, মানুষের অবহেলায় আমি মানসপটে আঁকি বেদনার তীর্থ। তিমিরের অস্থির দহনে আমি ঝরে যাই ক্ষয়ে যাই আমার মত। নক্ষত্রের নিরবতায় আমার তপ্ত অশ্রু ঝরে। আমি বিদীর্ণ হই বিদীর্ণ হই অনাদরের চাদরে শুধুই ভালোবাসার অপরাধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.