আমি বেসরকারী কোম্পানীতে চাকুরিরত। চাকুরীর স্থানেই বেতন থেকে ট্যাক্স কর্তন হরে রেখে দেয়। এবার ২য় বার আমি ট্যাক্স দিলাম। গতবার ট্যাক্স অফিসে ১০০০ টাকা ঘুষ দিয়ে রিটার্ন পেপার জমা দিয়েছিলাম। এবার বাডতি টাকা পয়সা দিব না তাই মেলা তে গিয়ে ট্যাক্স জমা দিয়ে আসি, প্রমান স্বরুপ ফরমের একংশ দিয়ে দেয় ডেটা দেখিয়ে ট্যক্স অফিস থেকে রিটার্ন জমা দেবার প্রমানপত্র নিতে হবে।
গতকাল গিয়েছিলাম রিটার্ন সার্টিফিকেট তুলতে, কিন্তু তাদের কথা শুনে মনে হল ভুল করছি মেলায় জমা দিয়ে। কারন, রশিদ দেখতেই প্রথম কথা.. ও আপনি মেলা তে ট্যাক্স জমা দিয়েছেন, কোথায় আছে কাগজ পত্র ঠিক নাই..
আমাকে দরখাস্ত করার পরামর্শ দিয়ে সে আবার নিজের কাজে লেগে গেল.. আমিও কিছুক্ষন হাবার মত দারিয়ে থেকে চলে এলাম..
পরের বার ঘুষ দিয়ে হলেও অফিসে গিয়ে জমা দেব.. মেলা তে না.. কারন সেগুলি বেওয়ারিশ লাশের মত.. কেথায় আছে কর্মকর্তারাই বলে জানে না..
আপনারা কেহ এরকম সমস্যার সমাধান পেলে জানিয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।