হাই ক্লাস কলগার্ল ডনা আসুটেইট (৩০)। রাতপ্রতি ১০০০ পাউন্ড উপার্জন করেন। ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টারে মাস্টার্স ডিগ্রি পড়াশোনার খরচ জোগাতে এ কাজে নেমেছিলেন। ৩ লাখ পাউন্ড উপার্জন করার পর এক টাকাও ট্যাক্স দেননি তিনি। ট্যাক্স ফাঁকির মামলায় আদালত রায় দিয়েছে হয় তাকে ১৭৪২৪৩ পাউন্ড ট্যাক্স শোধ করতে হবে অথবা আড়াই বছর জেল খাটতে হবে।
প্রসিকিউটর জনাথন পোলানি জানান, ডনা তার ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ট্যাক্স পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও জানান, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ১ লাখ ২ হাজার পাউন্ড ট্যাক্স ফাঁকি দিয়েছেন। ভিন্ন একটি তদন্ত কাজে পুলিশ তার বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৭২,৭০২ পাউন্ড খুঁজে পায়। সেবারও পাওয়া যায় দামি স্বর্ণালংকার। ২০১১’র নভেম্বরে তাকে গ্রেপ্তার করার সময় আরও ৬২০০ পাউন্ড নগদ অর্থ পাওয়া যায়। ডনা যখন এ পথ বেছে নেন তখন তার বয়স ছিল মাত্র ২২।
একসময় এটা তার জন্য প্রচণ্ড মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। হতাশাগ্রস্ত আর অনিদ্রার কারণে ধীরে ধীরে ঝুঁকে পড়েন বিভিন্ন নেশাজাত দ্রব্যের প্রতি। যে জন্য এ পথে নেমেছিলেন সেটাও আর হয়ে উঠেনি। বন্ধ হয়ে যায় মাস্টার্স পড়াশোনা। আদালতের নির্ধারিত ১৭৪২৪৩ পাউন্ড পরিশোধ করার সময়সীমা তিন মাস অথবা আবারও জেলের ঘানি টানতে হবে।
এ দফায় আড়াই বছর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।