আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাক্স দিসেন তো ফাসছেন !!!



"ওই হালা তোরে ইনকাম ট্যাক্স দিবার কইছে কেডা ? কামাই করস ছয় আনা আবার ইনকাম ট্যাক্স দেওনের খায়েস ? খাড়া তোর খায়েশ মিটাই দিতাছি "-অনেকটা এই টাইপের গালাগালি ধরনের একটা চিঠি পাইলাম উপ-কর কমিশনারের কার্যালয় থিক্যা । পরথমে চিঠিটা পাইয়া দিলডার মইদ্যে বেশ খুশ খুশ ভাব আইসা গেল । জীবনে এই পরথম কোন সরকারি অফিস থিক্যা আমার নামে চিডি আইল (তথ্যডা সত্য নহে) । আর আমি খুশি হমুনা ! মনের খুশিতে অফিসের নির্জন কোণে চইলা গেলাম । মনে মনে ভাবতাছি জেবনে পরথম ট্যাক্স দেওনের লেইগা হেরা মনে লয় আমারে ধন্যবাদ পত্র পাডাইছে ।

আহ্ ! এতদিনে সত্যিই দেশ বদলাইতাছে !একটা কনগ্রাচুলেশনের আশায় চিঠি খুইল্যা দেহি শালারা আমার মাথায় বাড়ি মারনের চেষ্টায় আছে । কয় কি , ওই মিয়া এইবার যহন ট্যাক্স দিছ তার মাইনে অইল আগের বারও তোমার উপর ট্যাক্স ফরজ আছিল । আগেরবার কেন ট্যাক্স দেওনাই ? মর জ্বালা ! কোন হালায় যে আমারে ট্যাক্স দিবার কইছিল ? কলিগরা না বুইঝাই হাসাহাসি করতে লাগল । কেউ কেউ তো বইলাই ফালাইল, হালায় ট্যাক্স ফাঁকি দিয়া ধরা খাইছে । বিগ বস কইল হেরা সাংঘাতিক চিজ ।

কেস করলে লাখ লাখ টাকা জরিমানা হইব । একেক দিনে জরিমানা হাজারে হাজারে বাড়ব । তাড়াতাড়ি জরিমানা যা হইছে তা দিয়া কেস খতম কইরা দেন । নাইলে জীবনে খারাবি আছে । চিন্তায় আমার বয়স দশ বছর বাইড়া গেল ।

লজ্জার নায়কের মত দেশটারে কইসা কয়েকটা গালি দিলাম মনে মনে । এদিকে উকিল ব্যাটারে ফোন দিলাম- হালায় ফোন ধরেনা । রাগে চুল ছিড়তে লাগলাম । একজন ইনকাম ট্যাক্স বিশেষজ্ঞের সাথে পরামর্শ করলাম হেয়ও কইল তাড়াতাড়ি যা জরিমান করছে তা দিয়া কেস ডিশমিশ কইরা দেন । নাইলে কপালে দুঃখ আছে ।

এদিকে আমার পকেটে বিষ খাওনেরও টাকা নাই উপ-কর কমিশনারের চাহিদা মিটামু কেমনে ? ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৯৩ ধারানুযায়ি পাঠানো নোটিশে হেরা আমারে আরো কইল কিসের টেরাইবুনালের সামনে নাকি আমারে খাড়াইতে হইব । টেরাইবুনালের কথা মনে পড়ে আর পানির পিপাসাডা বাইড়া যায় । কিন্তু পানি খাইনা । পাছে কলিগরা আমারে নিয়া হাসাহাসি করে । এর মইধ্যে বুদ্ধি কইরা এক দোস্তরে ফোনাইলাম ।

হেরে কইলাম ওই সময় আমি consolidated salary পাইতাম এইজন্য অফিস থিক্যা কইছিল ট্যাক্স দেওন লাগবনা । অথচ বেডারা আমারে নোটিশ পাডাইছে । কী করি ক ত ? দোস্ত কইল হালারা ট্যাকা খাওনের ধান্দায় এই রহম মাঝে মাঝেই করে । consolidated salary পাইলে তারউপর ট্যাক্স দেওন লাগেনা । তবু যেহেতু নোটিশ আইছে আমার হাজার খানেক টাকার শ্রাদ্ধ হইবে ।

আমার ধারনা আমার মত ভাদাইম্যারাই ট্যাক্স দেয় । যাগো মুরোদ আছে তাগো ট্যাক্স দেওন লাগেনা । বরং আমাগো ট্যাক্সের টাকায় হেরা বিদেশ ট্যুরে যায় । আর মাঝে মাঝে হেগো বেজন্মা টাকার সংখ্যা বাইড়া গেলে হেগুলার মা-বাপ পরিচিতি দেওনের লাইগা সরকার তিনবছর-একবছরের প‌্যাকেজ ঘোষনা করে । তাই সবাইকে বলি ট্যাক্স দিয়েন না ।

ট্যাক্স দিছেন তো ফাঁসছেন ! আর যদি বাধ্য হয়ে দিতেই হয় (প্রথমবারের ক্ষেত্রে)তাইলে আগের বছর কেন ট্যাক্স দেন নাই তার একটা প্রমান তাগো কাছে পাডাইয়েন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.