আমাদের কথা খুঁজে নিন

   

ডিপজল ইন অ্যাকশন

υ cαήτ τoυcНн мэξЁEεHНн... φиlч υ шίlL яξαlizξ мэξЁEεHНн...
উপরের ছবিটির ব্যাক্তিটিকে নিশ্চই চিনে ফেলেছেন? হ্যা ঠিক ইনি আমাদের বাংলা ছিঃনেমার একসময়ের কুক্ষ্যাত ভিলেন, এখনকার জনপ্রিয় নায়ক আমাদের সবার প্রিয় কালো মানিক ডিপজল। এক সময় ডিপজল ছিলেন ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক। সন্ত্রাস, মারামারি, দখলদারি, এমনকি একাধিক ছবিতে খুনির ভূমিকায় বাংলা ছবির দর্শকদের কাছে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। আসেন তার নতুন একটি ডায়ালগ শুনি; ডিপজল: 'আমার গাড়ি রাস্তায় চললে কোনো সিগন্যাল লাগে না, তুই গাড়ি থামাইলি কেন?' কি ভাবছেন? কোন ছিঃনেমার ডায়ালগ? ভাবনার কোন কারন নেই আমি বলে দিচ্ছি এটা কোন ছিঃনেমার ডায়ালগ নয়। গত মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গাবতলী গরুর হাটের প্রবেশমুখে তিন রাস্তার মোড়ে এ ডায়ালগ তিনি মিরপুর জোনের ট্রাফিক পুলিশ কনস্টেবল আফতাবউদ্দিনকে দিয়েছেন।

পুরো কাহিনী শুনুন: গত মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গাবতলী গরুর হাটের প্রবেশমুখে তিন রাস্তার মোড়ে কনস্টেবলে আফতাবউদ্দিন সিগন্যাল অমান্য করায় তিনি গাড়িটি থামানোর ইশারা দেন, 'এই ... (একটি অশালীন গালি) পোলা। তুই আমারে চিনস না। আমার গাড়িরে সিগন্যাল দিছস। এত সাহস পাইলি কই। আমার গাড়ি থামাস।

' সিগন্যাল পয়েন্টে গাড়ি থামানোয় বাংলা চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে এভাবেই গালমন্দ করেন। তবে এটি কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়। বাস্তবেই গত মঙ্গলবার সকালে গাবতলী-বেড়িবাঁধ সিগন্যালে ঘটে এ ঘটনা। এখানেই শেষ নয়, ওই কনস্টেবলকে নিজের পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ফিল্মি স্টাইলে মারধরও করেন ডিপজল। বিষয়টি দেখে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে ডিপজল তার দেহরক্ষীদের উদ্দেশে 'গুলি কর গুলি কর' বলে চিৎকার করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আহত পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে। ডিপজলকে গ্রেফতারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। সত্যতা ১ সত্যতা ২
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।