সাধারন মানুষ
পদ্ম দিঘীর পানির পাডে।
জোড় বাধা দুই বাড়ি।
দোয়েল পাখির একটি শিসে।
ছলকে উঠে নাড়ি।
এবাড়িতে সদি হলে।
ওবাড়িরা হাঁসে।
ওবাড়িটির পৌষ মেলাতে।
এবাড়িরা নাছে।
ওবাড়িতে জলের কিনার।
ডুবলে বালুর চরে।
এবাড়িটির মেঘ বালিকা।
আকাশ উপুর করে।
দুটি বাড়ি জড়া জড়ি।
এক শাড়িতে সাজে।
এক হাসিতে ভাসিয়ে নদী।
এক বাঁশিতে বাজে।
সুজন দুটি বাড়ির মাঝে।
বিরুপ কাঁটার তার।
আরোপ করে বিজন করার।
কী ছিল দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।