আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কাঁটা, আমি কাঁটা, ওরা কাঁটা দিয়ে কাঁটা তোলে কি?

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বাংলায় একটি বহুল উচ্চারিত প্রবাদ বাক্য আছে-“কাঁটা দিয়ে কাঁটা তোলা”। এক্সট্রিমিসট , একজন উগ্রবাদীর , ধ্বংসবাদীদের কাছে মনে হয় তারা বাদে আর সবাই সেই কাঁটা। তারা যেন ফুল, নিজেরা ফুটেছে (!!!!!) , সকলকে ফোঁটাবে, যারা ফুটবে না তাদের পটল তুলে ছাড়বে তারা..তার জন্য গুপ্ত হত্যা, গণহত্যা, আত্বঘাতী হত্যা , মোটকথা যেকোন উপায়ে রক্তপাত ঘটাতে তাদের কোন কুণ্ঠাবোধ থাকেনা। এবং তারা আমার মনে হয় কাঁটা দিয়ে কাঁটা তোলা নীতি খুবই হৃদয়সহযোগে গ্রহণ করে সেই নীতির প্রয়োগে নানান কৌশল অবলম্বন করতে খুবই সাফল্যমন্ডিত সদা। তাই আমার কাছে হরদম এই আজকাল এই মহাসভ্যতার কলিকালে হরহামেশাই ঘটে যাওয়া গণহত্যা, গুপ্ত হত্যা, বোমা বিস্ফোরণ ইত্যাদি কোন ঘটনাই সেই অর্থে বিচ্ছিন্ন কোন কিছু বলে মনে হয়না।

সব জেনো সেই কাঁটা দিয়ে কাঁটা তোলা। আমাদের সেনাবাহিনীর অফিসার, সৈন্য, বিডিআর জওয়ান, পুলিশ, যাই যে বাহিনীর কথাই বলুন সব সদস্য এই আমাদের দেশের নাগরিকই তো। এখানে অন্য কোন দেশে বা বাগানের কোন কাঁটা এসে মাটি তে আসন গাড়েনি। অথচ কি ভয়ংকর আর্মি অফিসারদের হত্যা করল আমাদেরই বিডিআর জওয়ানদের কোন এক আততায়ী শয়তানসম বিচ্ছিন্ন দল। যদি পেছনে আসলেই কোন থার্ড এক্সট্রিমিসট থেকেই থাকে তবে তাদের কাছে আর্মি অফিসার আর বিডিআর জওয়ান উভয়েই সেই কাঁটাসমই প্রতীয়মান নিসন্দেহে।

কি সুন্দর কাঁটা দিয়ে কাঁটা তোলা! ওদিকে সংসদে সরকারী আর বিরোধী দল এই রাষ্ট্রীয় দুর্ঘটনার ব্যাপারে ঠূনকো ঠূনকো আলোচ্য বিষয়ে মতে অনৈক্য হচ্ছে আর গন্ডগোল করেই চলছে। .. কাঁটায় কাঁটায় ঠোকাঠুকি হাসে দূরে ঐ রক্ত নদী এই তো হলো ভুল যুদ্ধ কাঁটার নিরোবধী টানছি যে কার চুল? কাঁটায় কাঁটায় ঠোকাঠুকি আপন তুলি আপন ক্যানভাস দুঃখ মোরা আঁকি। সভ্যতা কি ফাঁকি? দেখেন অদ্য সকালে পাকিস্তানের ন্যাকার ঘটনাখানা, কি জঘন্য, বিদেশী অতিথি খেলোয়াড়দের (শ্রীলংকার) উপর হত্যার প্রচেষ্টায় আক্রমন। সেখানে ৬/৭ পুলিশ নিহত। সামারিবিরা নামক পাকা খেলোয়াড় মৃত্যুর সাথে লড়ছে গুলিবিদ্ধ অবস্থায়।

পুলিশগুলো তো ঐ দেশেরই( পাকিস্তানের) , নাকি? আততীয়ারা বিদেশী হবে তেমনটা ভাবা খুব একটা যুক্তিযৌক্তিক নয়। তাহলে কাঁটা দিয়ে এখানেও কেউ তুলছে কাঁটা। কাঁটা হীন হয়ে গেলে পৃথিবীর বুকে কেবলই কন্টকহীন কোন বস্তু ...টিকে রবে। সেই বস্তুটি কাদের প্রিয়...আবিষ্কার করতে পারলেই মূল নিয়ন্ত্রকদের হদীস মেলার প্রত্যয় বাড়বে কারন বাড়বে অথেনটিকতা। কিন্তু নিরিহ কাঁটারা বড়ই হিংসুটে আর, একে অপরের ভালো দেখতে পারেনা।

ওদিকে কাঁটায় কাঁটা তোলায় বা কাঁটা উপড়ে ফেলার এক ব্রতে দক্ষিণ এশিয়ায় মনে হচ্ছে কোন এক সেই মহা ধুরুন্ধর ( উচ্চ মার্গীয় শয়তান)দল মৃত্যুর হাডুডু খেলা খেলেই চলেছে, চলেছে তাদের নষ্টামী আর হত্যার জয়জয়কার...বারবার , পুনঃপুনঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।