সঞ্জয় মিঠু
আর কখনও মিল খুঁজব না
অন্য কারো মাঝে তোমার
তোমার অঙ্কিত স্মৃতিকে কেটে বাদ দেব
এমন শক্তি আমার আজও নেই,
তোমার অবহেলা আর উদাসিনীতা হয়ত সহজ ছিল
জয় করা,
কিন্ত হূদয়হীনতা আর ঊন্নাসিকতাকে তত সহজে
কখনোই না-
তাই আকাশকে দেখে বিশাল হয়েছি, নদীকে
সহজ। ভুলতে চেষ্টা করেছি, ফুলকে ভ্রমরের মত-
কিছুই নেই, শুধু কিছু সময়, হয়ত দুর্ঘটনা- শিকার
তবু ও কিছুটা ক্ষত, খানিকটা আঘাত,
কোথাও হয়ত বিঁধে আছে...
সূক্ষ্মো, তীক্ষ্ণ কাটাঁর মত। যা চিমটা কিংবা
অস্রে স্থানান্তার সম্ভব নয়;
নয় সারিয়ে তোলা-
ঝিনুকের মত আমিও আগলাবো সে
কাটাকে মুক্তোর মত-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।