অবশেষে বি এন পি নেতা নাজমুল হুদা দল থেকে বহিস্কার হলেন !!!দলের বিরুদ্ধে কথা বলায় তার আজ এই অবস্থা । নাজমুল হুদা ১-১১ এর সময় সংস্কারপন্থি হিসাবে বি এন পি তে আমুল পরিবরতন আনতে চেয়েছিলেন ।এর ফলে দলের শীষ কয়েক নেতা তার বিরুদ্ধে অবস্থান নেয় ।তার মদ্ধে মওদুদ আহ্ মেদ অণ্যতম । বি এন পি থেকে এযাবত বহিস্ক্রিত নেতারা হচ্ছেন--
১) এ কিউ এম বদরুদুজ়জ়া চৌধুরি
২) কনেল ওলি আহ মেদ
৩) মাহি বি চৌধুরি
৪) আব্দুল মান্নান ভুইয়া
৫) আব্দুল মান্নান এম পি
আরও অনেকে!!!
সুতরাং এটা বলা যায় যে দলীয় আভঃ কোণদল আজ চরম আকার ধারন করেছে।
দল ও দেশের মঙ্গল এর জন্য বি এন পি উচিত সুষ্ঠভাবে দল চালানো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।