আমাদের কথা খুঁজে নিন

   

বহিস্কার হচ্ছেন ব্যরিস্টার মওদুদ

যত দিন থাকবে পৃথীবি ততদিন থাকবে সামু।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কর্ণেল তাহের হত্যার পূর্বপরিকল্পনাকারী হিসেবে নিজের বইয়ে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আরেক বইয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ১৫ আগস্টে জন্মদিন উদযাপন করার বিষয়টিকে মওদুদ প্রশ্নবিদ্ধ করেছেন। স্বৈরাচারী এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী মওদুদ বিভিন্ন রাজনৈতিক দল করে এসে বিএনপিতে ঠাঁই নিয়েছেন। তবে তিনি বিএনপির ‘ভবিষ্যৎ কর্ণধার’ তারেক রহমানের রাজনীতির প্রবল বিরোধী।

এসব কারণে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হচ্ছে বলে দলের একাংশের নেতা কমীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে। গুজব বিশ্বাসকারীদের দাবি, দিন-ক্ষণ, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে খালেদা জিয়া দল থেকে মওদুদকে বহিস্কারের ঘোষণাটি দেবেন। দলের বড় একটি অংশ, যুব দল ও ছাত্র দলসহ তরুণ নেতা-কর্মীদের চাপে মওদুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। লন্ডনে অবস্থানরত তারেক রহমানও নাকি মওদুদকে দল থেকে বহিস্কারের পক্ষে। তারেক নাকি তার মা খালেদা জিয়াকেও বিষয়টি টেলিফোনে জানিয়েছেন।

পুরো বিষয়টি এখন চেয়ারপারসনের একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এজন্য বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না। উল্লেখ্য, গত ২০ মে কর্নেল তাহের ও তার সঙ্গীদের ১৯৭৬ সালে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচার অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে মওদুদ আহমদের ‘এ স্ট্যাডি অব পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইন্টারভেশন ইন বাংলাদেশ’ বইয়ের প্রসঙ্গ তুলে ধরেন আদালত। ।

তবে মওদুদের লেখা বই এবং সেখান থেকে উদ্ধৃত করে উচ্চ আদালতের রায়ের বিষয়ে মওদুদ গণমাধ্যমের কাছে বলেন, ‘আমার বক্তব্য ও লেখা বিকৃত করা হয়েছ। সংবাদ সুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.