জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলীর সভাপতিত্বে আওয়মীলীগের নির্বাচন সংক্রান্ত জরুরী সভায় দলের বিপক্ষে কাজ করার অভিযোগে ৭ জনকে বহিস্কার করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। অপরদিকে এ সভাকে অবৈধ্য ও অগঠনতান্ত্রিক উল্লেখ করেছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য জয়নাল আবেদিন।
আজ শনিবার দুপুরে মেহেরপুর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ আশকার আলীকে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করে আসন্ন সংসদ নির্বাচন সংক্রান্ত জরুরী বৈঠক ডাকা হয়। এ সভায় সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করারর অভিযোগে মেহেরপুর - আসনের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়মীলীগের সদস্য মকবুল হোসেন, গাংনী পৌর মেয়ের আহম্মদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান একে এম সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনও সাধারণ সম্পাদক শফিককামাল পলাশ।
অপর দিকে জেলা আওয়ামীলীগের সভার পর পরই এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন মেহেরপুর জেলা আওয়ামী লীগের জরুরী সভা করার প্রতিবাদ জানিয়ে বলেন আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক এসভার বৈধতা নেই তা ছাড়া তিনি কাউকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার তুলে দেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।