আমাদের কথা খুঁজে নিন

   

শুধু মাত্র ১৮ বছরের উপরের পুরুষ দের জন্য

মার্কেটিং মাইক্রো ব্লগ এ স্বাগতম।

বাংলাদেশের নেতারা দেশের সেবক বা সার্ভেন্ট। তারা আমাদের সেবায় নিয়োজিত । কিন্তু আজ এক জায়গায় ঢুকতে গিয়ে দেখলাম,আমার জন্য ঢুকতে মানা। আরে বাপ ঢুকতে মানা কেন? বড় বড় অক্ষরে লিখাঃ "নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গের জন্য, সাধারন মানুষের প্রবেশ নিষেধ" মনে মনে বললাম, আরে বাপ আগে তুই মনিব কে ঢুকতে দে...তারপর আমার কাজের ছেরা গো ঢুকা।

কাজের ছেরা কারা তা তো বুঝতেই পারছেন সম্মানিত রিডার। আচ্ছা এবার আসা যাক...আমার পোস্টের নাম "শুধু মাত্র ১৮ বছরের উপরের পুরূষদের জন্য" কেন? প্রথমেই বলে রাখা ভাল যে আমি একজন মার্কেটিং এর স্টুডেন্ট। এবার একটা জুইসি এবং হট গল্প বলব যা পড়ার পর আপনি আপনাকে বোকা ভাবতে শুরু করবেন। গল্পের মূল চরিত্র একজন সংগ্রামী লেখক। তিনি একুশে বই মেলায় তার অনেক বছরের সাধনার ফল 'মানুষ এবং সভ্যতা' নামক গবেষনা গ্রন্থটি প্রকাশ করলেন।

বই এর কাটতি বিষয়ে তার এক্সপেকটেসন প্রচুর। যাই হোক মেলা শেষে এস এউজুয়াল বই বিক্রির সংখ্যা ২টি যার একটি লেখকের ক্লোজ ফ্রেন্ড সাবিহা মজুমদার কিনেছেন। মনে কষ্ট নিয়ে শেষ করলেন এ বছরের মেলা। একদিন ওই লেখকের সাথে আমার দেখা...বিস্তারিত শোনার পর তাকে একটি বুদ্ধি দিলাম। বললাম...বই এর কাভার পেজ সম্পূর্ন চেঞ্জ করে একটি নতুন টাইটেল সংযোজন করুন।

"শুধু মাত্র ১৮ বছরের উপরের পুরূষদের জন্য" এর পরের বই মেলার কথা, ওই গুনী লেখকের বই আজ বেস্ট সেলারের তালিকায়। ওয়াণ মার্কেটিং টেকনিক কেন চেইঞ্জ এভরিথিং। আমার জীবনের প্রথম ব্লগ টি আপনাকে দিয়ে পড়ানোর জন্যই আমার সেই আন অথারাইজড টাইটেল,যাতে আপনারা দেখা মাত্রই আমার ব্লগ টি মনযোগ দিয়ে পড়েন। পড়ার জন্য ধন্যবাদ। আশা করি ব্যাপার টি শিক্ষনীয় ছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.