আমাদের কথা খুঁজে নিন

   

রান্না

আমার ব্যক্তিগত ব্লগ

রান্না করতে আমার ভালই লাগে। তবে সারাদিন ভরে রান্না করার পর যদি ১০ মিনিটে সেটা শেষ হয়ে যায়, তাহলে একটু খারাপ লাগে বৈকি। কোলকাতা যাবার আগে খুব অল্প রান্না করেছিলাম, যাতে ফ্রীজে খাবার না পচে। তারপরও একটু খিচুরী রয়ে গেল। কোলকাতা থেকে ঢাকা আসার সময় ফ্লাইট ছিল ভোর ৬.৪৫ এ আমাদের রাত ৪.৪৫ এ এয়ার পোর্টে রিপোর্ট করার কথা।

হোটেলের ম্যানেজারকে বললাম ৩:৪৫ এ এয়ারপোর্টের জন্য রওনা হবো, ট্যাক্সি ঠিক করে রাখতে। রাতে প্যাকিং করলাম, শাফিনকে ঘুম পারালাম, এরপর সামহোয়্যার আউট হঠাৎ অসুস্থ হয়ে পরল। ওকে কম্বল দিলাম, স্যালাইন খাওয়ালাম। এরপর একটু সুস্থ বোধ করলেও টেনশন হচ্ছিল। এই সব ঝামেলায় রাতে আর ঘুমাইনি।

সব ঝামেলা শেষ করে সকাল ১০ টায় ঢাকায় বাড়িতে ঢুকলাম। আমি ভেবেছিলাম ঢাকায় ঘরে ঢুকার আগে একদিনের খাবার হোটেল থেকে কিনে নিব। নানান ঝামেলা্য় সেটা আর করা হয়নি। ঘরে ঢুকতেই আম্মা বললেন, উনি তরকারী রান্না করে আমার ফ্রীজে রেখে দিয়েছেন। কি যে ভাল লাগল।

এত ক্লান্ত ছিলাম যে দুপুরে আর খাইনি। একবারে রাতে খেয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।