সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।
বেশকিছুদিন ধরেই হালের ক্রেজ জাকির নায়েকের উপর তথ্যানুসন্ধান করছিলাম। প্রথম থেকেই সাধারণভাবেই উপলদ্ধি ছিল তার আচার-আচরণ, বেশভূষা ও কথাবার্তা একজন নিষ্ঠাবান মুসলিমের সাথে কোনভাবেই মিল খায় না।
জাকির নায়েকের পরিচয় এখন মোটামোটি ভাবে উম্মোচিত। তাক লাগানো চটকদার কথার ফুলঝুরি আর আজগুবি ও মনগড়া সব তত্তের বয়ানকরে তিনি সরলহৃদয় সাধারণ মুসলিমদের মাঝে দারূন জনপ্রিয়তা অর্জন করেছেন।
অথচ তিনি বস্তুত ওহাবীদেরই একজন ব্রান্ড এম্বাসেডর একজন নির্ভেজাল সালাফী। অর্থ্যাৎ সৌদি ওহাবী মতাদর্শের ধারক, বাহক ও প্রচারক। নেক সুরতে শয়তানের প্রতারণার আরেক উদাহরণ ।
উল্লেখ না করলেই নয়, জামাত শিবির চক্র ও তাদের দোসররা এদেশে ভ্রষ্ট ওহাবী মতাদর্শের ধারক ও প্রচারক। এদেশে জাকির নায়েকের অগ্রগামী অনুরাগীও কিন্তু তারাই।
জাকির নায়েকের প্রচারণা ও প্রসারণের কাজে কিন্তু এই জামাত-শিবির চক্রই বেশি তৎপর। সময় সতর্ক না হতে পারলে এদের অনুসরণে বিপদ অবশ্যম্ভাবী।
জানা আবশ্যক একজন মুসলিমের পক্ষে প্রথম ফরজ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জমিয়তের আকিদা মোতাবেক নিজের আকিদাকে বিশুদ্ধ করে নেয়া। জাকির নায়েকের আকিদা আহলে সুন্নাত ওয়াল জমিয়তের আকিদার একান্তই পরিপন্থী। জাকির নায়েকের ভ্রষ্টাচারের কিছূ নমুনা নেট থেকে প্রাপ্ত হয়ে উল্লেখ করলাম আগ্রহীগণ যাচাই করে দেখবেন:
১. ওজু, গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা ছাড়াই কোন মুসলিম কোরান শরীফ স্পর্ষ করতে পারবে।
২. জাকির নায়েক প্রকাশ্যে ঘোষণা করেছেন, আমি এমন হাজারো কাজের তালিকা দিতে পারি যা আল্লাহর পক্ষে করা সম্ভব নয়। (উদাহরণ: এমন একজন মানুষকে সৃষ্টি করা যে একই সাথে লম্বা এবঙ বেটে।
৩. তিনি আরো বলেন, আল্লাহ অতিপ্রকৃতিক বা Supernatural নয় বরঙ প্রাকৃতিক বা Natural.
৪. তিনি ইয়াজিদকে প্রকাশ্যে একজন তাবেই ঘোষণা করেন এবঙ আরো বলেন ইমাম হোসেন (রা.) সাথে ইয়াজিদের যুদ্ধ ছিল একটি রাজনৈতিক যুদ্ধ যা ইয়াজিদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। Zakir Naik's words here:
৫. সে আল্লাহর সাথে দিককে সম্পর্কিত করে এই বলে যে আল্লাহ আক্ষরিকভাবেই উপরে অবস্থান করেন। (Urdu
৬. ওহাবী প্রচারকদের মত তিনিও মাজহাবের তাকলীদ করাকে গর্হিত এবঙ মুসলিম উম্মাহর unityএর পরিপন্থী মনে করেন।
৭. তাসাউফ বা সূফীবাদকে কবরপূজার সাথে তুলনা করে তিনিকে ইলমে তাসাউফ বা সূফীবাদকে শির্ক হিসেবে ঘোষণা করেন।
উৎসাহীগণ আরো জানতে চাইলে নিচের লিংক থেকে আরো তথ্য পেতে পারেন।
বাহকের কাজ কেবল বার্তা পৌছানো অবধি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।