রাজকুমারের ঘোড়ার কথা অনেক পড়ে কিচ্ছাতে,
ঘোড়ার পিঠে অমন ছোটার ভীষণ রকম ইচ্ছাতে,
খোকন সোনার রক্ত শুধু টগবগিয়ে নাচছে,
কিন্তু আহা কেমন করে ওই ঘোড়াটা পাচ্ছে!
নাইবা জুটুক আসল ঘোড়া খোকন বাঘের বাচ্চা,
বুদ্ধি বটে ঘুরছে মাথায় একটা জবর সাচ্চা।
চিন্তা কেনো ভুলু কুকুর ছুটতে পারে জোরছে,
ঘোড়ার সাথে ঠিক তুলনা আর হবে কার ওরচে।
জুটলোনা জিন ভুলুর পিঠে তার বদলে গামছা,
বসল খোকন আর দু’টো কান ধরলো দিয়ে খামচা।
ভড়কে গিয়ে বাধ্য কুকুর লম্ফ দিয়ে উঠলো,
উর্ধশ্বাসে দিকবিদিকে একনাগাড়ে ছুটলো।
সারা শহর দৌড়ে ভুলু থামলো গিয়ে রমনা,
জয়জয়াকার খোকন সোনার, রাজকুমারের কম না।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।