চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে
পোড়া পাহাড়ের গা ঘেসে ছুটে চলা
নিরন্তর পথের বুক চিরে
এক অমোঘ কামনা
কালের বিবর্তনে যে সরু থেকে বিন্দু।
তাকে বয়ে নিয়ে বর্বর শ্বাস
তীরশান অসির চেয়ে আরো আরো
বিক্ষুব্ধ সর্বনাশে
কামনার রথ অতিক্রম করে চলে
ক্ষুদার্ত গন্তব্যের বক্ষ বিদীর্ণ করে।
চিরকাল এই রোদনধ্বনি
এমনই স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে
ক্ষমা, কাকপক্ষীদের মত
অরণ্যে নির্জনে কোলাহলে নির্বিকার;
একটা ফুলের পাঁপড়ি দে
নয়তো মুত্যু দে দে বলে
অগণিত অবলম্বন কপাল ঠুকরে
নখিয়ে ক্ষত খুঁড়ে খুঁড়ে খায়
মধ্যরাতে শ্যেণ অন্ধকার
অচল ছায়ার মত ঢেউ খেলে খেলে
মাড়িয়ে যায় গিরিপথ,
অতিক্রান্ত মায়া তাতে-ই
হুমড়ি খেয়ে করে আঁইমাঁই;
দিকে দিকে শুধু অবক্ষয়
বোধ ক্ষয়, শ্বাস ক্ষয়, দেহ ক্ষয়- তারপর আবার
পূণর্জন্ম নিয়ে বৈতাল পুষ্পহারে
মহাকালের আবাদ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।