মানুষ বদলে যায় অন্য মানুষে...................আকাশ বদলে যায় অন্য আকাশে........................
কোন এক গন্তব্যহীন ঠিকানায় ছুটে চলেছি। কবে থেকে.... মনে পড়ছে না!! আমি শুধু ছুটছি। কিসের উদ্দেশ্যে, তাও জানি না..... চোখে মুখে একরাশ অবাস্তব স্বপ্ন নিয়ে। জানি স্বপ্নগুলো অবান্তর, তবুও স্বপ্নের কোন শেষ নেই যেন.... মাঝে মাঝে নিজেকে মিথ্যে প্রবোধ দেয়া। মনে মনে নিজেকে অসংখ্য মিথ্যে আশা দেয়া, সেই সাথে সম্ভবত অন্যদেরও.....
নিজেকে ধোকা দিতে দিতে ক্লান্ত আমি। তবুও আমার পথ চলা শেষ হয় না, আমি থামতে পারি না.... আমাকে ছুটতেই হবে.. যদি হোচট খেয়ে পড়ে যাই, তবে নিজের ভেতর থেকে ধিক্কার শুনি আমি। আবার উঠে দাড়াই আবার শুরু হয় অনন্ত ছুটে চলা....
ছুটে চলা নিরন্তর..... কোন এক অসীমের উদ্দেশ্যে.... অনন্ত এ পথচলা.... হয়তোবা পথ শেষ হবে কোনদিন, কোন এক এক দূর অজানায়, কোন এক নৈশঃব্দে, কোন নিশ্চুপ নিরবতায়... হয়তো হবে না কোনদিনও, হয়ত এও এক মিথ্যে প্রবোধ..... মিছে স্বপ্নের জাল বোনা....
আমি ছুটব.... আমি ছুটব মহাকালের শেষ অবধি..... আমাকে যে পথ চলতেই হবে..... নিঃসীমে বিলীন হওয়ার আগ পর্যন্ত।
** কোথায় যেন পড়েছিলাম, সবচেয়ে বড় একাকিত্ব হল, নিজেকে ভাল না লাগা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।