আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণ



প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনের সীমানায় বৃহস্পতিবার রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হযে়ছে। এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে অজ্ঞাত কযে়কজন যুবক বিচারপতির বাসভবনের দিকে ককটেল নিপে করে বলে জানান পুলিশের রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায়। তিনি বলেন, "ককটেল বাসভবনের সীমানা দেওযা়লের ভেতরে পডে় বিস্ফোরিত হয়। " স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ঘটনার পর প্রধান বিচারপতির বাসভবনে গিযে়ছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ ঘটনার পর প্রধান বিচারপতির বাসায় গিযে় তার সঙ্গে দেখা করেন। রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বলেন, "এ ধরনের ঘটনার কথা শুনে আমি প্রধান বিচারপতির বাসায় এসেছি। তার সঙ্গে কথা বলছি। কেউ আহত হয়নি। " গত ২৬ সেপ্টেম্বর খায়রুল হককে প্রধান বিচারপতি নিযো়গ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

গত ৩০ সেপ্টেম্বর তার নিযো়গ কার্যকর হয়। আগামী বছরের ১৮ মে তার অবসর নেওযা়র কথা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিযে়শনরে বিক্ষোভের মধ্যে গত ৪ নভেম্বর চার অতিরিক্ত বিচারপতিকে শপথ পডা়ন প্রধান বিচারপতি খায়রুল। চারজনের দুজন রুহুল কুদ্দুস বাবু ও মো. খসরুজ্জামানকে শপথ পডা়নোর প্রতিবাদে বিক্ষোভ করে বার অ্যাসোসিযে়শন। এক সমযে়র ছাত্রনেতা বাবু একটি মামলার আসামি ছিলেন।

খসরুজ্জামানের বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ইযা়জউদ্দিন নেতৃত্বাধীন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ভাংচুরের অভিযাগ ছিলো। অভিযোগ থেকে বাবু ও খসাংজ্জামানকে আদালত অব্যাহতি দিলেও বিএনপি সমর্থক আইনজীবীরা এ নিযো়গের বিরোধিতা করে আসছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রযে়ছে। গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি রুহুল কুদ্দুস বাবু ও খসরুজ্জামানসহ ১৭ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযো়গ দেন। এরপর ১৮ এপ্রিল এই দুইজন ছাডা় বাকিদের শপথবাক্য পাঠ করান সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.