আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনাগুলো এলোমেলো

আসুন আমরা সবাই একটি পরিচয়ে একাত্ব হয়। পরিচয়টি হলো 'বাংলাদেশী'।

ভাবনাগুলো এলোমেলো- মনে হয় যেনো রাখালের উড়ো চুল। এযেনো মনে করে দেয়, প্রেমের প্রস্তাবের প্রথম চিঠি। সিদ্ধান্ত নেবার এলোমেলো চিন্তা, ‘হবে কি ভুল’! হতে পারে চিঠিটি ছিলনা যার কাছ থেকে আশা করেছিল বালকটি।

এযেনো ঝড়ের কবলে পড়া ভাসমান তরী জানেনা কুল মিলবে কিনা। ভাবনাগুলো এলোমেলো- মনে হয় যেনো দূর আকাশে ঘুর্ণায়মান পাখী। বুঝা যায় চলমান, কিন্তু দিক-বিদিক। এযেনো মনে করে দেয়, স্বপ্নে প্রেমিকাকে কাছে পাওয়া। কত ভালবাসা-কত হ্রদয়ের টান, পরিণতি অবাক-নির্বাক কথা বলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।