আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনাগুলো

আমি কবি নই ছড়াকারও নই

টগবগ করেছ ভাবনাগুলো চাইছে হবে বের বের হতে দিচ্ছি না তাই পোহাচ্ছি তার জের অদ্ভুত ও কিম্ভুত তারা আকার প্রকার ছাড়া প্রকাশ পারছি না তাই দিচ্ছে আমায় তাড়া মাথা মুন্ডু নেই যদিও তবু এটা ছড়া কাজ কাম নেই যাদের উচিৎ তাদের পড়া ভক্ত কেউ যদি থাকো উঠোনা না খেপে বোর হয়ে যাচ্ছি আমি কমেন্টস না দেখে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।