বিটিভির সংবাদ খুব একটা দেখা হ্য়না।আজ হঠাৎ ভুল করেই দেখে ফেলেছি বলা যায়।দেখেই বুঝলাম কত বড় ভুল করেছি।আবার না দেখলে বোধ হ্য় বিটিভির স্পেশালিটি সম্পর্কে জানতে পারতাম না।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি্য়ার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার ঘটনাটি এখন একটি আলোচিত ঘটনা।এই ঘটনাটি এখন চ্যানেলগুলোর হেডলাইন।তবে লক্ষনী্য বিষ্য় যেটি সেটি হল-সবগুলো চ্যানেলের সংবাদ প্রায় এক হলেও বিটিভি একটু স্পেশাল ছিল...শত হলেও সরকারী চ্যানেল।বিটিভিতে দেখিনো হল খালেদা জি্যার বাড়িতে নাকি পর্নো ম্যাগাজিন পাওয়া গেছে.....আরও মদের বোতল পাওয়া গেছে।এত বড় একটা ঘটনা অন্যান্য চ্যানেলগুলো কী করে মিস্ করল বুঝতে পারছি না।এটা কী বিশ্বাসযোগ্য?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।