বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
কিছুদিন আগে প্রথম আলোর খেলার পাতায় বিটিভির ক্রিকেট ধারাভাষ্য নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। আমি ঐ প্রতিবেদকের সাথে সম্পূর্ণ একমত পোষন করছি। বিটিভির ধারাভাষ্যকার সবাই এক একজন মাথামোটা গবেট ছাড়া আর কিছুই না। ক্রিকেট আমার প্রিয় খেলা, কিন্তু বিটিভিতে যখন ক্রিকেট খেলা সম্প্রচার করা হয়, তখন খেলা দেখতে ইচ্ছা করেনা, বিশেষ করে যেসব খেলাগুলোতে বিটিভির নিজস্ব ধারাভাষ্য থাকে।
এদের ধারাভাষ্য শুনলে মেজাজ সপ্তমে চড়ে যায়। আবার মাঝে মাঝে এদের চরম অজ্ঞতা দেখে হাসি পায়। ছোট্ট একটা উদাহরণ দেই, কয়েকদিন আগে জাতীয় লীগের খেলা দেখছিলাম। মাঠের একপার্শ্বে জাভেদ ওমর বসে ছিলেন তার বাচ্চা কোলে নিয়ে। হঠাৎ মহাবিজ্ঞ (!!!) ভাষ্যকার অনুপম হোসেন বলে উঠলেন, " আমরা দেখতে পাচ্ছি জাভেদ ওমর একটি বাচ্চা কোলে নিয়ে বসে আছেন, খুব সম্ভবত এটি জাভেদ ওমরেরই বাচ্চা হবে।
" কি হাস্যকর কথা ভাবুন একবার; একটা প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যে এমন সস্তাদরের কথা বলার কোন দরকার ছিল? নাকি তারা দর্শকদেরকে খেলা দেখানোর পাশাপাশি দর্শকদেরকে হাসানোরও গুরদায়িত্ব (!!!) নিয়েছেন??? তাদের এসব অবিবেচকতার আরো ভুরি ভুরি উদাহরণ দেয়া যাবে। আমার প্রশ্ন হচ্ছে, এসব অথর্ব ধারাভাষ্যকার(!!!) দের ব্যবহার করে বিটিভি আর কতদিন দর্শকদের বিরক্তির উদ্রেক করতে চায়????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।