আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভির কাণ্ডজ্ঞান!

বাংলাদেশ টেলিভিশনের নিত্য-সত্য জ্ঞান নিয়ে সবসময়ই সন্দেহ আছে দেশবাসীর। যেকোনো খেলা সম্প্রচারের সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে খবর সম্প্রচার আমাদের জাতীয় টেলিভিশনের ক্ষেত্রে নতুন কোনো বিষয় নয়। কিন্তু আজ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচটি সম্প্রচার করতে গিয়ে বিটিভি বোধহয় অতীতের সব রেকর্ডই ভঙ্গ করেছে। পাকিস্তানের বিপক্ষে দেশের গুরুত্বপূর্ণ এই খেলাটি সরাসরি সম্প্রচার করার এক পর্যায়ে তারা দেখাতে শুরু করেছে নেপাল-ভারত ম্যাচ।
সেমিফাইনালের যাওয়ার লড়াইয়ে নেপাল-ভারত ম্যাচটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

কিন্তু তাই বলে নিজের দেশের খেলা বাদ দিয়ে অন্যের খেলা সম্প্রচার করতে থাকাটা কেমন ব্যাপার সেটা বোধগম্য নয়। ঠিক কোন কারণে বিটিভি বাংলাদেশের খেলা সম্প্রচার করতে করতে ভারত-নেপালের খেলা দেখানো শুরু করল, সেই ব্যাখ্যা দিয়েও কোনো স্ক্রলও দেখানো হয়নি।
এ ব্যাপারে প্রথম আলো ডটকমের পক্ষ থেকে তথ্যসচিব মোর্তজা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে নিজের অপারগতা প্রকাশ করে বিটিভির ডিজির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে দেখতে কোনো এক অজ্ঞাত কারণে নেপাল-ভারত ম্যাচের খপ্পরে পড়ে অনেকেই প্রথম আলো অনলাইন বিভাগে ফোন করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
খেলার ৩১ মিনিটে জাহিদ হাসান এমিলির গোলে বাংলাদেশ এগিয়ে যায়।

এর ঠিক পাঁচ মিনিট পরেই গোলটি শোধ করে দেয় পাকিস্তান। প্রথমার্ধ শেষে খেলার স্কোরলাইন এখন ১-১।
এদিকে, দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলাটি আবার সরাসরি সম্প্রচার শুরু করেছে বিটিভি। তবে প্রায় পুরো প্রথমার্ধ জুড়েই কেন নেপাল-ভারত ম্যাচটি সম্প্রচার করা হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা অবশ্য বিটিভির তরফ থেকে পাওয়া যায়নি।  ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।