আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কিন্তু এ দেশের কেউ না। তাই আমরা প্রতিবাদ করতে পারবো না। করলে আমাদের খবর আছে। কারন আমরা পরগাছা।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

হ্যাঁ ব্লগার বন্ধুরা, আমার পোষ্টের শিরোনাম দেখে কেউ অবাক হবেন না। আজ এই কথাটাই বাস্তব। ''আমরা কিন্তু এ দেশের কেউ না। তাই আমরা প্রতিবাদ করতে পারবো না। করলে আমাদের খবর আছে।

কারন আমরা পরগাছা''। (দয়া করে পুরো লেখাটা পড়ে কমেন্ট করবেন। ) এটা কিন্তু আমার কথা না। এই ভাষা হচ্ছে রাজনীতিবিদদের কথা। তারা আজ দেশ চালাচ্ছে।

তাদের হাতেইতো ক্ষমতা। আমার আপনার আমজনতার কি? আমরাতো শুধু ওদের ভোট দিয়ে যাচ্ছি আমাদের বাঁশ দেওয়ার জন্য (গ্রামের ভাষায়)। ওরা তাই করছে। বাঁশ দিয়েই যাচ্ছে আমাদের। আর আমরা সেটা অতি কষ্টে সহ্য করে যাচ্ছি।

কিছু করার নেই। আর যদি কোন প্রতিবাদ করতে যাই তাহলে আরো বড় শাস্তি পেতে হবে। দরকার নাই প্রতিবাদ, বাঁশ খেয়ে যাচ্ছিই তাই ভালো। আজ ওরা আমাদের মুখের ভাত কেড়ে নিয়ে নিচ্ছে। তারা আজ হিংস্র জানোয়ারের মত আমার সোনার দেশটারে গিলে খাচ্ছে।

আমার ভাবতেও অবাক লাগে যে এটা ভাসানি, শেরে বাংলা,সোহরাওয়ার্দির দেশ, আমার আরো অবাক লাগে যে এই দেশে হামিদুর, মতিউররাও ছিলেন। আমার শুধু একটাই কথা তাদের রক্তের কি কোন দাম নেই? তারা কি আজ দেশের এমন পরিস্থিতির জন্য রক্ত দিয়েছিল? আজ দেশটা মনে হয় একাত্তরের চেয়েও ভয়ংকর রুপে পরিনত। কোথাও মানুষ একমুঠো ভাত মুখে দিতে পারছে না। বস্ত্রের জন্য মায়ের জাতরা লজ্জাজনক স্থান ঢাকতে পারছে না। স্কুল, কার্লভাটের অভাবে শিশুরা পড়ালেখা করতে পারছেনা।

যানজটের কারনে মানুষের মূল্যবান সময় হচ্ছে অপচয়। দ্রব্যপন্যের দাম এতই বেশি যে খালি হাতে আপনাকে আমাকে বাজার থেকে ফিরে আসতে হচ্ছে। আমরা আজ এতই নিচে নেমে গেছি যে এসব সমস্যর দিকে না তাকিয়ে সামন্য একটা বাড়ি কে বেশি গুরুত্ব দিই। আমাদের কাছে সাধারন জনগনের সমস্যর চেয়ে ঐ বাড়িটাই বেশি গুরুত্বপূর্ন। ওটা আমি ভাংবোই।

(২য় পক্ষ)কোন সমস্য নাই আপনি এটা ভাংবেন ভাঙেন। তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু আমি সাধারন পাবলিকরে ভাংবো সেটা কি জানেন আপনি? হ্যাঁ আমি আপনার উপর প্রতিশোধ না নিতে পারলে কি হইছে আমজনতার উপর কিন্তু ঠিকই প্রতিশোধ নেবো। দেখেন কালকেই আমি হরতার ডেকে দেশটারে অচল বানাইয়া দিমু। কেউ যদি কোন কথা বলে তাহলে তাকে পৃথিবীর আলো থেকে দূরে সরাই দিমু।

আর মানুষের ঈদের যাত্রা একেবারে বন্ধ করে দিমু। দেখি কে কি করে? আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না। কারন এখানেও কিছু বড় মানের রাজনীতিবিদ আছে। তারা আবার এসব ফালতু কথা পচন্দ করেন না। আর আমরা তো প্রতিবাদ করতে পারবো না।

তাই আল্লাহর কাছেই নালিশ করে রাখলাম। হে আল্লাহ তুমি আমাদের এই জালিমদের হাত থেকে রক্ষা কর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.