প্রতীক্ষার প্রহর শেষে চীনের গুয়াংজোয় পর্দা উঠলো ষোড়শ এশিয়ান গেমসের। অলিম্পিকের সফল আয়োজক দেশ চীনে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমসের উদ্বোধন হয় বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাকস রগ। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ। আরো উপস্থিত ছিলেন দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরিবেশন করা হয় চীনের জাতীয় সংস্কৃতি। অনুষ্ঠানের সংবাদ পরিবেশনের জন্য রেকর্ডসংখ্যক ৯ হাজার ৫শ ৮৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান উপলক্ষে গুয়াংজো শহরকে সুসজ্জিত করা হয়। নজরকাড়া আতশ বাজিতে কেঁপে ওঠে পুরো শহর। এবারের এশিয়াড ৪৫ দেশের ১২ হাজার ক্রীড়াবিদ ৪৭৬টি স্বর্ণ পদকের জন্য অংশ নেবে।
নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে গুয়াংজোকে। শ’খানেক চেকপয়েন্ট বা তল্লাশিকেন্দ্র বসানো হয়েছে। শহরে ব্যক্তিগত যান চলাচলের ওপর সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বাতাস বিশুদ্ধ রাখতে ১ নভেম্বর থেকেই সব ধরনের বড় স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
আয়োজনের মেঘ তাড়ানো রাসায়নিক ঠাসা পাঁচটি বিমান তৈরি রাখা হয়েছে।
২০০৮ সালে সফল বেইজিং অলিম্পিকের সময়েও চীনে এ প্রস্তুতি নেয়া ছিলো।
আজ আসরের উদ্বোধন হলেও ইতিমধ্যে ফুটবলের প্রাথমিক পর্বের খেলা শেষ হয়েছে। এশিয়াড নতুন বিভাগ হিসেবে ডান্সস্পোর্ট, ড্রাগন-বোট রেসিং, রোলার স্পোর্টস, চায়নিজ চেস ও ক্রিকেট যুক্ত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।