আমাদের কথা খুঁজে নিন

   

সরকারকে বলছি এই ডিজিটাল পার্লামেন্টের দাবীগুলো মেনে নিন।



সবাই হা করে বসে আছে বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে। আমিও আশায় আছি। ডিজিটাল বাংলাদেশ এর পার্লামেন্ট ও হবে ডিজিটাল। প্রথমসারীর ডিজিটাল বান্দাগণ এই পার্লামেন্টের মেম্বার হবে। এরাই হবে আগামীদিনের ডিজিটাল বাংলাদেশের কান্ডারী।

যার প্রয়োগ সামুতে শুরু হয়ে গেছে। সেই দিন খুব বেশি দুরে নয়। কিন্তু একি হাল......এই ডিজিটাল পার্লামেন্ট মেম্বারদের। মাসে মাসে একগাধা টাকা দিয়ে সামুর পার্লামেন্টকে কোরাম সংকট থেকে আমরা যারা বাচিয়ে রাখি। তাদের জন্য সরকারের ঐতিহাসিক ৫ দফা দাবী।

১। সকল সামু ব্লগারকে মাসিক ভাতা দেয়া হোক। অবশ্যই তা শুল্কমুক্ত হতে হবে। ২। সকল সামু ব্লগারকে ভিআইপি নাগরিকের মর্যাদা দেয়া হোক।

৩। সামুর মডারেশনের স্বচ্ছতা বর্জায় রাখার জন্য ৩ সদস্যের কমিঠি গঠন করা হোক। ৪। সকল সামু ব্লগারকে লাল পাসপোর্ট দেয়া হোক। ৫।

সকল সামু ব্লগারকে যোগ্যতার ভিত্তিতে এবং তাদের সন্তান নাতি-পুতিদের বংশানুক্রমে সরকারী চাকুরীর ব্যবস্থা করা হোক। আগামীদিনের ডিজিটাল পার্লামেন্টের এই মেম্বাদের এই সুবিধা দিয়ে সরকারের সাফ্যলে আর এক ধাপ এগিয়ে যাবেন আশা করি। বি:দ্র: মাননীয় ডিজিটাল পার্লামেন্টের মেম্বারগণ আপনারা চাইলে এই মহান ডিজিটাল পার্লামেন্টে আরো দফা সংযুক্ত করতে পারেন। +/- দিয়ে এই দফাকে সমর্থন দিতে পারেন অথবা এই দফার দফারফা ঠান্ডা করে দিতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.