আমাদের কথা খুঁজে নিন

   

সরকারকে ধন্যবাদ



আজ সন্ধে সাতটা ত্রিশ মিনিট এ বিবিসি বাংলার একটা প্রতিবেদন শুনে অভিভূত না হয়ে পারলাম না। খবর টা আমি আগে থেকে শুনিনি বলে চমকে গিয়েছি। খবরটা ছিল ইভটিজিং এর বিরুদ্ধে গণসচেতনতার জন্য গণসমাবেশ। ইভটিজিং এর জন্য যে হারে মেয়েরা মৃত্যুকে বরন করে নিচ্ছে সরকারের এ ধরনের উদ্যোগ আরো আগে নেয়া উচিত ছিল। তারপর ও সরকার কে সাধুবাদ জানাই ।

বিবিসির প্রতিবেদনে এক কিশোরীর বক্তব্য শুনলাম মনে হলো ওঐ কথা আমি সহ লক্ষ্য কিশোরী তরুনীর মনের কথা। মেয়েটি বলেছিল যখন বাবার বয়সী কেউ টিজ করে তখন সচেয়ে বেশী দুঃখ লাগে। চরম সত্যি একটা কথা। আর তরুনদের তুলনায় মধ্যবয়সীদের মানসিকতা অনেক বেশী খারাপপ। এটা আমি সহ আমার পরিচিত সবাই স্বীকার করে।

আর এটাই সবেচেয়ে বেশী পীড়াদায়ক। যেখানে মধ্যবয়সী কোন পুরুষ কে দেখলে আমার বাবার প্রতিচ্ছবি ভেসে ওঠে সেখানে ঐ মধ্যবয়সী যদি নোংরা মন্তব্য ছুড়ে দেয় তার চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। যেখানে মধ্যবয়সীদের কাছ থেকে তরুন সমাজ শিখবে সেখানে মধ্যবয়সীদেরই এই অবস্থা। তাই ইভটিজিং রোধ করার জন্য সবার আগে প্রতিটি পরিবারের বাবা মাকে সচেতন হতে হবে। কারণ একটা আদর্শ জীবন গঠনের মূল ভীত হচ্ছে পরিবার।

পরিবারের বাবা মা যদি সচেতন আর আদর্শববান হয় তাহলে সেই পরিবারে ছেলে কখনো ইভটিজিং করতে পারে না। তারচেে আরো বেশী জরুরী ঐসব মধ্যববয়সীদের মানসিকতার পরিবর্তন যারা নিজের মেয়ের বয়সী মেয়েদের টিজ করে। আর সরকারের উচিত হবে এ ধরনের কর্মসূচী আরো গ্রহণ করা। তাহলে ক্ষয়ে যাওয়া যুবসমাজের মানসিকতার উন্নতি হবে। বেঁচে যাবো আমরা মেয়েরা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.