নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
দেয়ালের এনামেল নীলই আকাশ হবে
চৌকোনা সবুজ কার্পেটের ফুল হবে জমিন
আমার আর বেড়াতে যাওয়া হবে না,
টেবিল ল্যাম্প সূর্য হবে,
বলপেন পাতাঝরা গাছ
রুজিনা ছাগদুগ্ধের তৃষ্ণা মিটবে না
অ্যালুমিনিয়ামের সসপেনে
গুড়ো দুধ জ্বাল হচ্ছে - হরিণ হরিণ খেলা হবে
শিশুর সঙ্গে, পাহাড় দেখার টিকেটটা
পড়ে থাকবে চামড়ার ব্যাগেই
কিচেনে ঢুকেই দেখবো চিনির কৌটা উল্টে
ফ্লোর জুড়ে সাদা চিনির পাহাড়, শাওয়ার উপচে
ভিজে যাচ্ছে বাথরুমের মেঝে
বাসে বাদুর ঝোলা, ঘেমে ঘেমে বাড়ি ফেরা, তারপর
রাতের টুথপেস্ট পানিতে গলে গেলে
যতটুকু ফেনা, ততটুকুই সমুদ্র
আর কম্বলের লোমে লুকানো একটা শীতের ভালুক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।